Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে যেতে মন চাইছে। এই দেশের সরকার সাহায্য করবে হারিয়ে যেতে চাইলে

মন লাগছে না রোজকার জীবনে? সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত! মনে হচ্ছে এই সব ঝুট ঝামেলা ছাড়িয়ে কিছুদিনের জন্য মন চাইছে হারিয়ে যেতে! কিন্তু হারিয়ে যেতে চাইলেই আর হারাতে দেবে কে? আপনি যদি কোনো কারণে বেপাত্তা হয়ে যান আপনার পরিবার পরিজন, আত্মীয় সকলে মিলে লাগিয়ে দেবে আপনার খোঁজ। আপনার নামে পুলিশের কাছে হয়ে যাবে মিসিং ডায়েরি, আর পুলিশ আপনাকে জীবিত অথবা মৃত অবস্থায় সন্ধান না পাওয়া অবধি আপনর নামে হওয়া মিসিং কেস ক্লোজ করবে না দেশের আইন অনুযায়ী এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে কি উপায় ! উপায় এই দেশে না থাকলেও আছে উদিত সূর্যের আরেক দেশে। যেই দেশের নাম জাপান

শুনতে অবাক লাগলেও জাপানের সরকার আপনাকে হারিয়ে যাওয়ার জন্য পুরোপুরি স্বাধীনতা দেয়। এমনকী এই জাপান দেশে যদি কোনো ব্যাক্তি হারিয়ে যেতে চায় তাহলে এই দেশের বহু এজেন্সি রয়েছে, যাঁরা আপনার হারিয়ে যাওয়ার বিষয়ে সরকারকে রিপোর্ট করবে। কিন্তু আপনি হারিয়ে কোথায় গিয়েছেন সেই তথ্য জানাবে না। এক বার সরকার আপনার স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার বিষয়ে অবগত হয়ে গেলেই প্রশাসন বা পুলিশ কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনি নিখোঁজ হয়ে গিয়ে আপনার গা ঢাকা দেওয়া স্থান থেকে যদি আপনার এটিএম কার্ডও ব্যবহার করেন, কিংবা রাস্তা ঘাট বা কোনো ট্রাফিক সিগনালে বা শপিং মলের কোনো সিসিটিভিতে যদি আপনাকে দেখাও যায়। তাহলেও সরকার তরফে আপনার পরিবারকে আপনার বিষয়ে কোনো তথ্য দেওয়া হবে না।

তাই এই দেশে আপনিও ইচ্ছা করলেই গেয়ে উঠতে পারেন “আমাকে আমার মতো থাকতে দাও”। আমাদের মহাদেশ এশিয়ার মধ্যে বেশ উন্নত দেশ হিসাবে পরিচিত জাপান। জাপানে এমন বেশ কিছু এমন স্বীকৃত আইন রয়েছে যা অন্যান্য দেশের থেকে অনেকটাই আলাদা। তার মধ্যেই একটি হলো হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়ার ইচ্ছা। এমন ইচ্ছাকে আইনিভাবেই সম্মান জানায় সেই দেশ। ফলে যদি আপনারও মন হয় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার, তাহলে জাপানি নাগরিক হলে আপনার ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না। শুধু আপনি গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় দেশের কোনো আইন ভাঙতে পারবেন না আর লুকিয়ে থেকে কোনও অপরাধ করতে পারবেন না। কোনো ভাবে অপরাধ করলে আপনাকে খুঁজে বার করে নিয়ে এসে দোষের উপযুক্ত শাস্তি দিতে ভাববে না জাপানের পুলিশ।

“জুহাতসু”

জাপানে এই ভাবে যাঁরা স্বেচ্ছায় হারিয়ে যায়, সে সমস্ত মানুষজনকে অভিহিত করা হয় ‘জুহাতসু’ নামে। এই জাপানি কথার অর্থ বাষ্পীভবন বা হাওয়া হয়ে যাওয়া। যেসব লোক নিজের মর্জিতেই গা ঢাকা দিতে চায় তাদেরকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা হয়।

এমন ভাবে হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে নানান কারণ। ধার শোধ না দিতে পারে, সংসারে অশান্তি, কাছের মানুষের ব্যবহারে বিরক্ত, কেউ প্রেমের বন্ধন থেকে মুক্তি পেতে, কেউ বা নতুন প্রেম করে, তবে কারণ যাই হোক না কেন জাপানের সরকারের দ্বারা এমন হারিয়ে যাওয়া অনুমোদিত আর এই গোপনীয়তাকে পুরোদস্তুর সম্মান দেয় সরকারও। কিছু এজেন্সি এমন মানুষদের হারিয়ে যেতে সাহায্য করে।কখনও কখনও কয়েক মাস, কয়েক বছর, এমনকী কয়েক দশকের জন্যও তাঁরা হারিয়ে যায়।

Related posts

বাড়ীতে গচ্ছিত থাকা সোনার উপরেও মিলবে সুদ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারী প্রকল্প দিচ্ছে সুযোগ

News Desk

স্নেক ভেনম বিয়ার! মাত্র এক বোতল পান করলেই হতে পারে মৃত্যুও

News Desk

অর্থের বিষয়ে সমস্যা কাটিয়ে উঠতে শুক্রবার মেনে চলুন এই জ্যোতিষ টোটকা! ফল মিলবে হাতেনাতে

News Desk