Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাদ্রাসার শিক্ষায় এবারে কি গীতা-রামায়ণ-মহাভারতের প্রভাব ?

নয়া উদ্যোগ নিল কেন্দ্র, প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের পাঠ পৌঁছে দিতে ৷ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) , মাদ্রাসার পাঠ্যক্রমে গীতা, রামায়ণ, মহাভারত পড়ানোর প্রস্তাব দিল ৷ প্রাথমিক ভাবে এই পাঠ্যক্রম চালু করা হবে ১০০টি মাদ্রাসায়  ৷ পরবর্তী সময়ে ৫০০টি মাদ্রাসার রামায়ণ-মহাভারতের পাঠ চালু করা হবে বলে জানানো হয়েছে৷ 

প্রসঙ্গত, মাদ্রাসা স্কুলে গীতা, রামায়ণ-মহাভারত পড়ানোর এই উদ্যোগ নয়া জাতীয় শিক্ষানীতিরই অঙ্গ৷ এনআইওএস-এর নতুন পাঠ্যক্রমে ‘ভারতীয় জ্ঞান পরম্পরা’ বা ইন্ডিয়ান নজেল ট্রাডিশনের উপর ১৫টি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে৷ বেদ, যোগ, বিজ্ঞান, রামায়ণ, মহাভারত, মহেশ্বর সূত্র৷ রয়েছে সংস্কৃত ভাষা, ভোকেশনাল স্কিল এর মধ্যে অন্যতম ৷ ভগবত গীতাও পড়ানো হবে ৷ এই কোর্স রাখা হবে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির সিলেবাসে এই বলে জানা গিয়েছে ৷  ভারতীয় শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং হল একটি স্বাধীন শিক্ষা সংস্থা ৷ যারা নিয়মিত পড়াশোনা করতে পারে না, সেই সকল  পড়ুয়াদের শিক্ষার জন্য দায়বদ্ধ এনআইওএস৷ 


 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর নয়া পাঠ্যক্রম প্রবর্তন করেছেন ৷ স্টাডি মেটেরিয়াল প্রকাশ করার সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ভারত প্রাচীন ভাষা ঐতিহ্য, বিজ্ঞান এবং সভ্যতার ভাণ্ডার৷ সমৃদ্ধশালী প্রাচীন ঐতিহ্য নিয়ে জ্ঞানের পরাশক্তি হওয়ার ক্ষমতা রয়েছে ভারতের৷ তাই এই জ্ঞ্যান আরহনের সুযোগ প্রত্যেক মানুষকে দিতে চায় কেন্দ্র ।

তিনি আরও বলেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে এনআইওএস-এর নতুন পাঠ্যক্রম মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ৷ পোখারিয়াল জানান, এনআইওএস-এর নতুন পাঠ্যক্রমটি বিশ্বব্যাপী মাদ্রাসার পড়ুয়া এবং ভারতীয় সম্প্রদায়ের জন্য বিস্তৃত করা হবে৷ মাদ্রাসায় ভারতীয় পূর্বতন শিক্ষা , সংস্কৃতি এবং ইতিহাসের পাঠ সম্পর্কে কেন্দ্র, অবগত করতে চায় পড়রুয়াদের।এই উদ্দেশ্যেই এই নতুন পাঠক্রম নিয়োগের প্রস্তাবনা , এমন তাই মনে কড়া হচ্ছে ।

Related posts

অজয়কে জামাই হিসাবে কতোটা পছন্দ ছিল তনুজার! জানালেন কাজল

News Desk

বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি! কিন্তু জানেন কী? কীভাবে পর্নস্টার তৈরী হয়?

News Desk

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক স্বামীর! ভাসুরের সঙ্গে হালালার শর্ত রাখলো শ্বশুরবাড়ি

News Desk