Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুকে উদ্ধার করে পুরস্কৃত। প্রশংসায় ভাসছে সারা দেশ।

বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া-এ ভাইরাল হয়েছে এক যুবক। মুম্বইয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একটি ছোট বাচ্চাকে নিজের জীবনের বাজি রেখে বাঁচান তিনি। এরপরই সকলের মন জিতে নিয়েছিলেন ওই যুবক।

কিন্তু এখানেই শেষ নয়। এবার সামনে এলো আরও একটি ঘটনা। যা থেকে বোঝা যায় বাস্তবের সুপারম্যান সেই যুবক এর হৃদয় কতো বড়। 

নিজের বাজি রেখে বাঁচানো শিশুটির পরিবারকেই পুরস্কারমূল্যের অর্ধেক তুলে দিলেন সেই রেলকর্মী। 

কিছু দিন আগে পুরো দেশ প্রশংসায় ভরিয়ে দিয়েছিল সেই রেলকর্মী কে। ময়ূর নামের সেই রেলকর্মী ঠিক কি করেছিলো? ধরা পড়েছে একটি সিসিটিভি ভিডিও ফুটেজে। মায়ের সাথে যেতে যেতে একটি বাচ্চা পা স্লিপ কেটে রেললাইনে পড়ে যায়। আর ঠিক সেই সময় ওই রেললাইনে একটি থ্রু এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। ভীষণ গতিতে এগিয়ে আসা এক্সপ্রেস ট্রেনটিকে এত কম সময়ের মধ্যে থামানো সম্ভব ছিল না। শিশুটির অবশ্যম্ভাবী  ‘মৃত্যু’ এগিয়ে আসছে বুঝেই দ্রুত দৌড়তে শুরু করেন ময়ূর নামের ওই রেলকর্মী। দৌড়ে শিশুটির কাছে পৌঁছে যান। ছুটে এসে আগে শিশুটিকে প্ল্যাটফর্মে তুলে তারপরে নিজে উঠে আসেন। এর সেকেন্ডেরও কম সময়ে ময়ূরের গা ঘেঁষে দ্রুতগতিতে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। এক মুহূর্ত দেরি হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। শেষ পর্যন্ত শিশুটির প্রাণ বাঁচিয়ে সকলের সামনে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। 

তাঁর সাহসিকতার জন্য রেলের  তরফে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। এটা  জানার পরই ময়ূর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তিনি তার পুরস্কার মূল্যের অর্ধেকটা তুলে দেবেন ওই শিশুটির পরিবারের হাতেই।

ময়ূর জানিয়েছেন যে শিশুটির পরিবার খুবই গরীব। শিশুটির পরিবার মা সবজি বিক্রি করে কোনও মতে সংসার চালান। তাই পুরস্কারের অর্ধেক টাকাই তিনি ওই শিশুটির পরিবারকেই দেবেন।

Related posts

বিয়ে করতে যাচ্ছিল বর! বরযাত্রীর মিছিলে ঘটলো এমন কিছু যে বিয়েই করলো না কনে

News Desk

ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করাতে চুরি ১০ লক্ষ টাকার গয়না! ধৃত বাড়ির পুরনো পরিচারিকা

News Desk

কোটিপতি স্বামীকে ছেড়ে অটোচালক প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ! সাথে নিলেন ৪৭ লাখ

News Desk