Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

একই ছাদের তলায় সতীন হিসাবে বাস করছেন দুই বান্ধবী! এই পরিবারের গল্প হার মানাবে সিরিয়ালকে

একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘কাভি সওতান কাভি সহেলি’-র কথা মনে আছে? দুই বন্ধু সোনিয়া আর তনুশ্রী, কেমনভাবে বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়ে উঠেছিলেন? এ যেন পর্দার সেই গল্প কিন্তু বাস্তবে। দুই সতীন আদতে বেস্ট ফ্রেন্ড! স্বামী,সন্তান আর সতীনকে নিয়ে এক ছাদের তলায় বসবাস। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে নামডাক রয়েছে পায়েল মালিক, কৃতিকা মালিক আর আরমান মালিকের। এই তিনজনের সম্পর্কটা আসলে কী সেটা অনেকেই গুলিয়ে ফেলেন। আসলে পায়েল ও কৃতিকা দুজনেরই স্বামী আরমান মালিক।

দীপাবলির আনন্দে মাতোয়ারা মালিক পরিবার। হ্যাঁ, দুই বিয়েতে মান্যতা দিয়ে ইসলাম গ্রহণ করেছে এই পরিবার তবে হিন্দু আচার-আচরণই মেনে চলেন আরমান-কৃতিকা-পায়েলরা। দিওয়ালির জন্য একসঙ্গে মিলেই ঘর সাজালেন পায়েল-কৃতিকা, আঁকলেন রঙ্গোলি, করলেন পুজোর জোগাড়ও। সেই সবটা নিজেদের নতুন ব্লগে তুলে ধরেছে তাঁরা। ইনস্টার পাশাপাশি ইউটিউবেও সুপারহিট এই পরিবার, তাঁদের চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস (Family Fitness)।

আরমানের আসল নাম সন্দীপ, হরিয়ানার ছেলে সে। সন্দীপের প্রথম স্ত্রী পায়েল। ২০১১ সালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ-পায়েল। এরপর ২০১৮ সালে কৃতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সন্দীপ। পায়েলের বান্ধবী কৃতিকাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন আরমান। এবং ৬ দিনের মধ্যেই পায়েলের সম্মতিতেই বিয়ে করেন কৃতিকাকে। কৃতিকার কথায়, ‘সন্দীপ আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমরা বিয়ে করে নিয়েছি’। আরমান ও তাঁর প্রথম স্ত্রী পায়েলের এক পুত্র সন্তান রয়েছ চিরাউ মালিক।

দুই সতীনের এমন সুখী সংসার দেখে অনেকেই ভিরমি খান। সোশ্যাল মিডিয়ায় এর জেরে কম সমালোচনার মুখে পড়েন না তাঁরা। তবে সেই সব নেগেটিভ ভাবনা থেকে নিজেদের দূরে রাখেন এই পরিবার। একথা অস্বীকার করবার জো নেই সোশ্যাল মিডিয়ায় এঁরা সুপারহিট।

Related posts

খেলনা এরোপ্লেনের প্রেমে পড়েছে মেয়েটি, বিয়েও নাকি করতে চায় তাড়াতাড়ি!

News Desk

টাকার অভাব দূর করতে মানি ব্যাগে রাখুন এই কয়েকটা জিনিস! কখনো পকেট খালি হবে না

News Desk

৫৩ বছরের মা প্রেমে পড়লেন, বিয়েও করলেন। এই কারণে সোশ্যাল মিডিয়ায় এসে ছেলে যা বললো

News Desk