Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

দেবের উপর হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন অঙ্কুশ হাজরা! ফেসবুক পোষ্ট করে নিজেই জানালেন সে কথা

পুজোর মরশুমে আজ এই পুজো কাল সেই পুজো এই হুজুকে মেতে আছে সারা শহরবাসী কিন্তু অঙ্কুশ আটকে আছে নিজের কাজে। তিনি প্রচন্ড ব্যস্ত নতুন ছবির কাজে। অপরদিকে সেই ছবিরই প্রযোজক দেব মহা আনন্দে বরফের দেশ ঘুরে বেড়াচ্ছেন। অঙ্কুশ হাজরা কোনও মতেই টা মেনে নিতে পারেননি। ঈর্ষান্বিত হতে করে ফেললেন এক অঘটন, লিখে ফেললেন নিজেই ফেসবুকে। সাথে দুজনের ছবি পোস্ট করে নিজেদের পার্থক্য তুলে ধরলেন।

তা দেখে নেই যে কী দেখা যাচ্ছে ছবিতে?

একটি স্টুডিয়োয় বসে আছেন অঙ্কুশ। তার কানে রয়েছে মাইক্রোফোন। তাঁর চোখে, মুখে কর্মব্যস্ততার ছাপ। পাশে একটি বড় পর্দা। তাঁর নিজেরই ভিডিয়ো যাতে চালানো। তিনি ডাবিংয়ে ব্যস্ত তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

নীচের ছবিটিতে, শীতের পোশাক পরে বিদেশে দেব যা দেখা যাচ্ছে। আরাম চোখে মুখে। তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে ভ্রমণের প্রশান্তির ছাপ। দু’টো ছবি কেটে বসিয়েছেন অঙ্কুশ উপর নীচে। সঙ্গে লিখেছেন, ‘কেউ মজা করছে আইসল্যান্ডে। আর ডাবিং করছে এক জন ।’ পাশে হ্যাশট্যাগে, ‘কিশমিশ’ এবং ‘হাইট অব জেলাসি’ লেখা। দেবের আগামী ছবির নাম প্রথমটি। ভাবার্থ করলে পরের তিনটি শব্দের দাঁড়ায়, অঙ্কুশের দেবকে দেখে হিংসে হচ্ছে।

২৮ অক্টোবর রাতে দেব আর রুক্মিণী দুবাইয়ের বিমান ধরেন দেবের ঘনিষ্ঠ সূত্রে খবর। সেখান থেকে পৌঁছে যান আইসল্যান্ডে। এই মুহূর্তে সাংসদ-অভিনেতা বরফের দেশ থেকে ছবি দিচ্ছেন।

অন্য দিকে ‘কিশমিশ’- তাঁর প্রযোজিত ছবিএর কাজ চলছে কলকাতায়। যদিও দেব বেড়াতে গিয়েছেন নিজের অংশের কাজ প্রায় শেষ করেই। এই ছবিতে অঙ্কুশের মতো একাধিক টলিউড অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন অতিথি শিল্পী হিসেবে। এই মুহূর্তে তাঁদের অংশের ডাবিং চলছে। আর দেবকে নিয়ে সেই কাজে ব্যস্ত অঙ্কুশ মশকরা করলেন।

Related posts

পাড়ার গ্রিল মিস্ত্রির সঙ্গে বাংলাদেশে পালিয়ে চরম বিপদে নাবালিকা! সাক্ষী হতে হল ভয়াবহ ঘটনার

News Desk

মহিলাদের কারাগারে ট্রান্স মহিলার সাথে সেক্স করে অন্তঃসত্ত্বা দুই নারী! কিভাবে? ঘটনায় চাঞ্চল্য

News Desk

বিয়ের অনুষ্ঠানে যেন না বাজে রণবীর কাপুরের সিনেমার গান, কেন এমন নির্দেশ দিলেন ক্যাটরিনা

News Desk