Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাত্র পাঁচ বছর আগে সাইকেল চালাতে শিখেই চ্যাম্পিয়ন হয়ে চমক দিলেন গৃহবধূ

ছেলেবেলা থেকেই যে খুব ডানপিটে ছিলেন বা সব জায়গায় সাইকেল নিয়েই ঘুরে বেড়াতেন এমনটা কিন্তু নয়। উপরন্তু জীবন ছিল এক ঘেঁয়ে। বিবাহিত সাংসারিক জীবনের সাথে দুই সন্তানের মা তিনি। এরকমই আর পাঁচটা সাধারণ জীবন যাপন করতে করতেই হঠাৎ ভাবলেন নিজের জীবন টা আর এভাবে চালাবেন না তিনি। নিজেকেও একটু নিজের জীবন বাঁচা উচিত। ঠিক যেমন টা ভেবেছিলেন তেমন টাই করলেন। তিনি ঠিক করলেন সাইকেল চালানো শিখবেন। শুধু শেখাতেই এর শেষ নয়।

পিঙ্কি ঝা তার নাম। গুজরাতের একটি মধ্যবিত্ত পরিবারে তিনি গৃহবধূ। পাঁচ বছর ধরে কঠোর অনুশীন করেছেন সাইকেল নিয়ে ৪০ বছরের পিঙ্কি। যেটুকু সময় পেতেন সংসার সামলে তখনই তাঁর সঙ্গী হত সইকেল। যদিও সেই পথ খুব সোজা ছিল না। পিঙ্কি জানান,’ একজন নিতান্তই গৃহবধূ আমি। সামাজিক প্রথা ভেঙে এভাবে এগিয়ে যাওয়াটা খুব একটা সহজ ছিল না। আমি অংশগ্রহণ করি The 60’ of Virtual Race Across America(VRAAM)-তে। এবং আমি মাত্র চারদিনেই সম্পূর্ণ করি যে রেস ১২ দিনের মধ্যে শেষ করার কথা’।

পিঙ্কি জানান, তাঁর যে সব কর্তব্য রয়েছে মা এবং স্ত্রী হিসেবে সংসারে তা তিনি নিষ্ঠার সঙ্গেই পালন করেছেন। কখনও যে শুধু নিজের প্যাশনকে আঁকড়েই এগিয়ে যাবেন এরকম ভাবেননি। কিন্তু তিনি সাফল্য পেলেন কীভাবে? উত্তরে জানান, ‘ প্রথমে সবাইকেই জীবনে কোন কোন জিনিসে প্রাধান্য দেবেন ঠিক করতে হবে। সেই মতো আমি আমার পরিবারকে গুরুত্ব দিয়েছি প্রথমে। তারপরে আমার প্যাশন।

এখন ১৩ বছর বয়স আমার মেয়ে প্রকৃতির। ১১ বছর বয়স ছেলে প্রণবের। মোটেই সহজ কাজ নয় এই বয়সের দুটো বাচ্চাকে ম্যানেজ করা। আমি মানিয়ে নিয়েছি অনেক কিছু। যেমন কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারিনি যত বছর ট্রেনিং চলেছে ততদিন । ঘুমোতাম মাত্র চার ঘন্টা’।

Related posts

মা দুর্গার দশ হাতের কোন অস্ত্র কোন দেব দেন? জানুন প্রত্যেক অস্ত্রের তাত্‍পর্য

News Desk

SBI, PNB-এর মতো ব্যাঙ্কের গ্রাহকরা নিশানায়, SOVA ভাইরাস থেকে সতর্ক করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ

News Desk

করোনা দৈনিক সংক্রমন গত ৫৮ দিনে সবচেয়ে কম, কমলো দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও

News Desk