Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অরুণাচলে নদীর জলের রং বদলে আচমকাই কালো, ভেসে উঠেছে মরা মাছ। নেপথ্যে চীনের হাত?

ভারত চীন বিবাদ যেন চিরকাল থেকে যাবে। বেশ কিছু দিন চুপ থেকে আবার চীনা সৈন্যরা নিজেদের স্বভাব মতোই লেগে পরে ভারতে ঢুকে পরার উদ্দেশ্যে। ফের সৈনোর সংখ্যা বাড়িয়েছে বেজিং ভারত সীমান্তে। সাথে সাথে সামরিক ঘাঁটিও তৈরী করেছে বেশ কিছু। এরকমই উত্তেজনার মুহূর্তে আরও এক অঘটন ঘটলো গত শনিবার হঠাৎ করেই এক নদীর জলের রং সম্পূর্ণ কালো হয়ে গেলো অরুণাচল প্রদেশে যে কারণে আবারো কপালে ভাজ পড়েছে নিউ দিল্লির। নদীর জলের রং বদলে যাওয়াই নয় কেবল, সাথে প্রচুর পরিমানে মৃত মাছ ভেসে উঠলো জলে। স্থানীয়দের মতে এই ঘটনা চীনের ঘটানো!

কী হয়েছে আসলে? অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কেমংয়ের জল এদিন সকালে দেখা যায় কালো হয়ে গিয়েছে। কাতারে কাতারে মরা মাছ ভেসে উঠছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে ওই মাছ না খেতে বলা হয়েছে স্থানীয়দের।পাশাপাশি নিষেধ করে দেওয়া হয়েছে নদীর জল খেতে।

কিন্তু নদীর জল কেন এমন কালো হয়ে গেল? নিশ্চিত কোনও কারণের কথা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে এর পিছনে রয়েছে চিনের ভূমিকা বলে স্থানীয়দের অভিযোগ। সীমান্ত জুড়ে নানা রকম নির্মাণকাজ চালাচ্ছে বেজিং সেপ্পা গ্রামের অধিবাসীদের অভিযোগ। প্রচুর পরিমাণে অদ্রবীভূত পদার্থ মিশে গিয়ে জলের ওই অবস্থা হয়েছে। আর সেই কারণেই জল বিষাক্ত হয়ে গিয়েছে। মাছগুলি জলে অক্সিজেনের অভাবের কারণেই মারা গিয়েছে।

অরুণাচল প্রশাসনের কাছে আরজি জানিয়েছেন সেপ্পার বিধায়ক টাপুক টাকু, এই ঘটনার দ্রুত তদন্ত করার জন্য। অবিলম্বে এলাকা পরিদর্শনে বিশেষজ্ঞদের আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গোটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি এই এলাকায়। যদি এই ধরনের ঘটনা আরও কয়েকদিন লাগাতার ঘটতে থাকে, তাহলে নদীর জীবজগতের উপরে অবিলম্বেই বিরাট প্রভাব পড়বে।

Related posts

বিয়ের কথা বলে যুবতীকে নিয়ে এসে যৌন পল্লীতে বিক্রির চেষ্টা! পুলিশের জালে ধৃত অভিযুক্ত

News Desk

কাজ নেই, মানসিক অবসাদ! ভয়ঙ্কর ঘটনা ঘটালো সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি

News Desk

চূড়ান্ত অর্থাভাব! তাও ঘুঘনি বেঁচেই ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করছেন ঘুঘনি দাদু

News Desk