করোনা আবহের মধ্যেই এলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তম পে কমিশনের সুবাদে বর্তমান আর্থিক বছরের ১ জুলাই থেকে সপ্তম পে কমিশনে (7th Pay Commission) বর্ধিত হারে ডিএ (DA) পাওয়ার কথা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের পেনশন ভোগীরা। সূত্র অনুযায়ী সপ্তম পে কমিশনে ১৭ শতাংশ থেকে বেড়ে ডিএ প্রায় ২৮ শতাংশ হতে পারে। এই ১১% ডিএ বৃদ্ধির মধ্যে থাকছে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩% বর্ধিত ডিএ। ধরা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরের ৪% বৃদ্ধি। তাছাড়া অন্তিম ত্রৈমাসিক অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৪% বর্ধিত ডিএ। ফলে, সপ্তম পে কমিশনে ডিএ বাড়বে অনেকটাই। এই পে কমিশনের এর ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং প্রায় ৬৫ লক্ষ কেন্দ্রীয় সরকারের পেনশন ভোগীরা উপকৃত হবেন।
এর আগে করোনা সংক্রমনের কারণে তিন দফা ডিএ বাকি রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই আর্থিক বছরের জুলাই মাস থেকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস আগেই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার- এর দিক থেকে। তবে বকেয়া ডিএ-র এরিয়া মেলার সম্ভবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।
এছাড়া এবারের পে কমিশনে ‘ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়্যান্স'(VDA) কেও আপডেট করল সরকার। ১ এপ্রিল ২০২১ থেকে শুরু হয়ে গিয়েছে এই নিয়ম। তবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয় এই নিয়ম।
পে কমিশনে এই সংশোধনের ফলে ‘ওয়ার্কার সেক্টরে’ ন্যূনতম মজুরি বা বেতন বৃদ্ধি হবে। সপ্তম বেতন কমিশনের ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়্যান্স’ ফলে উপকৃত হবেন খনি, ঘড়ি, ওয়ার্ড, সড়ক, তেলের খনি, বড় বন্দরের কর্মীরা। এ ছাড়াও এর সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্পোরেশনের শ্রমিক এবং কর্মীরা।
ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়্যান্স প্রসঙ্গে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, এই নতুন ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকাররে অধীনস্থ কর্মচারী প্রায় ১.৫০ কোটি শ্রমিক লাভবান হবেন। কেন্দ্রীয় সরকারের অধীনে বা কার্যক্ষেত্রের আওতায় যে শ্রমিকরা রয়েছেন, তাঁদেরই মজুরি ১০৫ টাকা থেকে বেড়ে ২১০ টাকা হয়েছে।
মহামারীর সময় এই মজুরি বা বেতন বৃদ্ধিতে তাঁরা যথেষ্ট লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।