করোনা ভ্যাকসিন নিলে জ্বর , মাথা যন্ত্রণা ইত্যাদি সাধারন ভাবে বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। কখনও কখনও আরো নানা ধরণের পার্শপ্রতিক্রিয়ার খবর আসছে। যেমন কারও খুব গা-হাত-পা ব্যথা হচ্ছে , কারও বা যে হাতে ভ্যাকসিনের সূঁচ ফোটানো হচ্ছে , সেই হাতে বেশ যন্ত্রণা হচ্ছে। কারর আবার সারাদিন ঝিম মেরে থাকছে সারা শরীর। কেউ কেউ আবার শরীর চুম্বকে পরিনত হওয়ার মতন আজব দাবিও জানিয়েছিল। যদিও সে দাবি ভুয়ো বলে নস্যাৎ করেছে বিশেষজ্ঞরা।
কিন্তু, সম্প্রতি মহারাষ্ট্রের ওয়াশিমের এক বৃদ্ধা , করোনা ভ্যাকসিন নেওয়ার পর এক অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বললেন। মথুরাবাই বিদভে নামের ওই বৃদ্ধা দাবী জানালেন হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার। ওই বৃদ্ধা জানিয়েছেন প্রায় ৯ বছর আগে হারিয়ে ফেলেছিলেন নিজের দৃষ্টিশক্তি। কোভিশিল্ড এর প্রথম ডোজ নেওয়ার পরই নাকি হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিনি।
মথুরাবাই বিদভে নামের ওই বৃদ্ধা ৯ বছর আগে দুটি চোখের দৃষ্টিশক্তি একেবারেই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু কিছুদিন আগে কোভিশিল্ড টিকা গ্রহণের পরই প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ দেখার ক্ষমতা ফিরে এসেছে তাঁর।
প্রসঙ্গত করোনা ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নানা আজব দাবি নানা সময়ই উঠে আসছে।
কিন্তু মথুরাবাই বিদভের দাবি ভ্যাকসিনের পক্ষে যায় বিপক্ষে নয়। এখন এই দাবি কতটা সত্য, তা চিকিৎসকদের যাচাই করে দেখার বিষয়।
এই ঘটনায় অবাক চিকিৎসকমহলও। দৃষ্টিশক্তি ফিরে আসার ঘটনার সত্যতা জানতে পরীক্ষা করা হবে ৭০ বছরেরে মথুরাবাই বিদভের শরীর।