চার দিন ধরে নিখোঁজ ছিল ছেলে, শেষে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল । বাড়ির পাশেই একটি জঙ্গলে পাওয়া গেছে তার মৃত দেহ। মৃত ওই শিশুর নাম সৌরভ বাউরি(৭)। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সেখানকার উত্তেজিত জনতা পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে নিজেদের দাবী নিয়ে। স্থানীয়দের দাবী মেনে নেয় পুলিশ, তাদের দাবি মেনেই ওই এলাকায় স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় পুলিশ। আসানসোল জেলা হাসপাতালে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বুধবার ৬ জুলাই দুপুরের দিকে সৌরভ খেলতে গেছিল, আর তারপর থেকেই নিখোঁযে সে। ওই শিশুর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয় থানায় তবুও খোঁজ মেলেনি তার। পরিবার থেকেও সমস্ত জায়গায় খোঁজ লাগানো হয় তবুও কোনও খোঁজ মেলেনি তার। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সৌরভের ক্ষতবিক্ষত দেহ স্থানীয়রা জঙ্গলে পড়ে থাকতে দেখতে পায়।
এরপরই প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সেখানকার স্থানীয়রা এই খুনে অভিযুক্ত দের কঠোর শাস্তির কথা বলে। এরকম উত্তেজনার কারণে ওই ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল বাহিনী। তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের বাকি সদস্য দের সাথে কথা বলছে পুলিশ। কেন খুন করা হলো বছর সাতেকের ওই শিশুটিকে। তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই পরিবারেরই কোনও সদস্য পুরোনো শত্রুতা থেকেই অপহরণ করা হয়েছিল। যদিও পরে বাচ্চাটি তাঁকে চিনতে পাড়ায় খুন হতে হল। পুলিশ আরও তদন্ত করছে এটা জানতেই যে কারোর সাথে সম্পত্তি বা টাকা কোন কারণে এমনটা করা হয়েয় । পরিবারের সদস্যরা বলেছেন , মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি তাঁদের কাছে শিশুটি নিখোঁজ হওয়ার পর। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।