Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ২৪ বছর বয়সী স্বামীর সন্তানের মা হতে চান ৬১ বছরের স্ত্রী!

প্রেমে অন্ধ বা প্রেম অন্ধ এ কথা আমরা সকলেই প্রায় শুনে থেকেছি। দুজন মানুষ কোনও কিছু না দেখেই না ভেবেই, ঠিক ভুল বিচার না করেই প্রেমে পড়েন, তাই পড়েন কে অন্ধ বলা হয়। ধর্ম, বর্ণ, জাতি, টাকা, বয়স কিছুই দেখে না কেউ প্রেমে পড়লে । বয়সের পার্থক্য কখনই কিছু বদলাতে পারেনা প্রেমের কাছে। ২৪ বছর বয়সের কুরান ম্যাককেইন (Quran McCain) ৬১ বছর বয়সের চেরিল ম্যাকগ্রেগরকে (Cheryl McGregor) এমনই প্রেমে পড়ে বিয়ে করেন। তারা দুজন দুজনকে ডেট করতে থাকেন আর তারপরই বিয়ে সেরে ফেলেন। কিন্তু এখানেই শেষ নয়, এই যুগল এখন চর্চার চরমে। কারণ ৬১ বছরের চেরিল ম্যাকগ্রেগর তার থেকে ৩৭ বছরের ছোট স্বামীর সন্তানের মা হতে চান।

এখন মাতা-পিতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করা এই দম্পতি। প্রায় ৩৭ বছরের ব্যবধান তাঁদের দু’জনের মধ্যে হলেও আগের বছর তাঁরা বিয়ে করে নেন। এখন কুরান জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি মা-বাবা হতে চান তিনি এবং তাঁর স্ত্রী। তাঁদের দু’জনের প্রথম সন্তান হবে এটি। যখন প্রথম দেখা হয়েছিল রোমের জর্জিয়ায় থাকা এই দম্পতির, তখন কুরানের মাত্র ১৫ বছর বয়স ছিল। তাঁরা একটি ফুড চেনে মিলিত হন সেই সময়। চেরিলের ছেলের দোকানে কাজ করতেন কুরান ।

jack and herby relationship

কুরান আর চেরিলের সম্পর্ক শুরু হয় সেই সময় থেকে এবং আগের বছর তাঁরা বিয়ে করে নেন। তাঁরা দু’জনেই জানিয়েছেন, যে সেই সময় এখন চলে এসেছে যখন তাঁদের পরিবার শুরু করার কথা চিন্তা করা দরকার। চেরিলের ৭ জন সন্তান এবং ১৭ জন নাতি-নাতনি রয়েছে আগে থেকেই। কিন্তু তাও তাঁদের দু’জনের প্রথম সন্তান চান চেরিল, কুরানের থেকে। কিন্তু কী ভাবে চেরিলের মা হওয়া সম্ভব এই বয়সে, তাঁরা ডাক্তারের সঙ্গে সেই বিষয়ে জানার জন্য যোগাযোগ করেছেন।

কুরান ম্যাককেইন জানিয়েছেন, তিনি চেরিল ম্যাকগ্রেগরকে বিয়ে করেন আগের বছরে সেপ্টেম্বর মাসে। এর পর তাঁর মনে হয়েছে এখন তাঁদের নিজের পরিবার তৈরি করার কথা চিন্তা করা দরকার কয়েক মাস কাটানোর পরে। চেরিলের অনেক সন্তান আগে থেকেই থাকলেও, এবার সন্তান হোক কুরান চান তাঁর এবং চেরিলের। দু’জনেই চেরিল এবং কুরান স্বাভাবিক ভাবে অনেক চেষ্টা করলেও, কারণে তিনি গর্ভবতী হতে পারেননি চেরিলের বয়সের। আপাতত সারোগেসি অথবা দত্তক নেওয়ার কথা চিন্তা করছেন চেরিল এবং কুরান দু’জনেই।

Related posts

গত ২৪ ঘন্টায় ১৩ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা, ভারতের কোভিড পরিস্থিতি আশা জাগাচ্ছে

News Desk

সাংবাদিকসহ অর্ধনগ্ন মানুষদের ছবি ভাইরাল, জানুন এর পেছনের আসল সত্যটা

News Desk

কিছুতেই সস্তি মিলছে না দেশের করোনা গ্রাফে, ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও মাথা চাড়া দিয়ে উঠল সংক্রমন

News Desk