Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এক বান্ধবী প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় একসঙ্গে আত্মহত্যার চেষ্টা ৬ জনের! ঘটনায় চাঞ্চল্য

আত্মহত্যার ঘটনা প্রায়ই হয়। আর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে সংখ্যাটা কিছু কম নয়। কিন্তু একজন বন্ধুর প্রেম এবং সেই প্রেম সূত্রে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কারণে আরও ৬ জন নাবালিকার একসাথে আত্মহত্যার ঘটনা খুঁজে পাওয়া যাবে না। সূত্রের খবর, বিহারের (Bihar) আওরঙ্গাবাদ (Aurangabad) জেলায় ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই বন্ধুর প্রত্যাখ্যানের ঘটনায় শুক্রবার দিন সন্ধ্যা বেলায় ৬জন নাবালিকা একসাথে আত্মহত্যা করতে গিয়ে বিষ খেয়েছে। যার মধ্যে ৩জনের মৃত্যুও হয়েছে। বাকি যে তিনজন রয়েছে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয়দের থেকে পাওয়া খবর অনুযায়ী , আত্মহত্যায় যে তিনজন নাবালিকা মারা গিয়েছেন তার মধ্যে একজন, এক তরুণকে পছন্দ করত। তবে সেই পছন্দ করার ব্যাপারটা সম্পূর্ণরূপে একতরফা ছিল। ওই নাবালিকা বেশ কয়েকদিন আগেই ওই তরুণকে সরাসরি বিবাহের প্রস্তাব দেন। কিন্তু ওই তরুণ এই প্রস্তাবে সোজাভাবেই না করে দেন। আর তারপরেই ওই নাবালিকা ও তার পাঁচ বান্ধবী প্রচন্ডভাবে মানসিক অবসাদে ভুগতে থাকেন। এরপর তারা বিষ খেয়ে আত্মহত্যা করতে চেষ্টা করেন। বিহারের আওরঙ্গাবাদ জেলার কসমা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই এলাকার সদর হাসপাতালে ওই ৬ নাবালিকাকে নিয়ে যাওয়া হয়, ওখানেই ৩ জনের মৃত্যু হয়েছে। গয়া মগধ মেডিক্যাল কলেজে বাকিদের স্থানান্তরিত করা হয়েছে অবস্থা গুরুতর হওয়ায়। ১২ থেকে ১৬ বছরের মধ্যে ওই নাবালিকাদের বয়স এমনটাই জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে একজনের প্রেমের প্রত্যাখ্যানের ঘটনায় বাকি ৫জন নাবালিকা কেন আত্মহত্যা করতে গেলো?

কান্তেশ কুমার মিশ্র আওরঙ্গাবাদের এসপি (SP) বলেন, “ একটি মেয়ে তাঁর দাদার শালাকে পছন্দ করত মৃতদের মধ্যে। সে পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার ওই যুবকের সঙ্গে দেখা করে এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ওই তরুণ সরাসরি না করে দেয়। এরপর প্রত্যাখ্যাত নাবালিকা সন্ধেবেলা ঘরে ফিরে বিষ খায়। তাঁর পাঁচ বন্ধুও পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।” এই ঘটনায় স্বভাবতই ওই এলাকা শোকগ্রস্ত। প্রশাসন আলাদাভাবে নজরদারি চালাচ্ছে ওই এলাকায়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

Related posts

রাতের পর রাত যৌন সম্পর্কে বাধ্য করা হচ্ছে সামান্য খাবার-পানীয় জলের বিনিময়ে! ভয়ঙ্কর অবস্থা এখানে মহিলাদের

News Desk

এক বছর প্রত্যেক সপ্তাহে একই নম্বরের টিকিট কাটতেন এই তরুণী! অবশেষে পেলেন ৫ কোটির লটারি

News Desk

প্রতি মাসে ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত? এই কয়েকটি টিপস মানলে অচিরেই কমবে বিলের টাকা

News Desk