Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অপরিচিত মহিলার সামনে নিরাবরণ হয়ে চ্যাট! বিপাকে প্রৌঢ়

পুলিশ জানিয়েছে , ৫৪ বছর বয়সি ওই প্রৌঢ় নিরাবরণ হয়ে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো চ্যাট করেন ওই মহিলা জানিয়েছেন। এমনটাই অভিযোগ যে , এই ঘটনার পরই ওই প্রৌঢ়কে রীতিমতো হুমকি দিয়ে টাকা চান ওই মহিলা।

ফেসবুকের মাধ্যমে একজন মহিলার সাথে পরিচয় হয় তার, বন্ধুত্ব পাঠিয়েছিলেন তার সাথে। এর পরে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো চ্যাট করে ওই মহিলার সঙ্গে। আর সাথে সাথেই প্রতারণার ফাঁদে পড়ে যান তিনি। ওই প্রৌঢ় মুম্বাইয়ের বাসিন্দা। এই ফাঁদে পা দিয়ে বেশ কয়েক লক্ষ টাকা খোয়ালেন তিনি।

পুলিশ এ ব্যাপারে আরও জানিয়েছেন যে , ৫৪ বছর বয়সি ওই প্রৌঢ় নিরাবরণ হয়ে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো চ্যাট করেন। অভিযোগ, এর পরই ওই মহিলা প্রৌঢ়কে হুঁশিয়ারির সুরে জানান যে, তাঁর নিরাবরণ ভিডিয়ো রেকর্ড করা হয়েছে। যদি টাকা না দেওয়া হয় তবে তার এই নগ্ন ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। মহিলার কথায় রীতিমতো ঘাবড়ে যান তিনি। আর ঘাবড়ে গিয়েই ৩০ হাজার টাকা পাঠান ওই প্রৌঢ় ওই মহিলার দেওয়া অ্যাকাউন্টে। 

এই প্রতারণার ফাঁদে পড়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই প্রৌঢ়। তিনি সম্পূর্ণ ঘটনা জানিয়ে আন্ধেরি থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার কথা শনিবার জানিয়েছে পুলিশ। তল্লাশি শুরু হয়েছে দুই অভিযুক্তের খোঁজে বলে পুলিশ সূত্রে খবর। স্ত্রীকে হারান ২০১৯ সালে ওই প্রৌঢ়। আর তারপর থেকেই একা হয়ে গিয়েছেন। একাকিত্ব তাকে এমনই গ্রাস করেছিল যে তিনি রীতিমতো অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। হয়তো এই অবসাদের কারণেই এমন কিছুর খোঁজ করছিলেন ওই বৃদ্ধ। অবশেষে ফেঁসে গিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন ওই বৃদ্ধের সন্তানরা।

Related posts

বন্ধ্যাত্বকরণ করিয়ে নিচ্ছেন এখানকার বেশিরভাগ পুরুষ! কেন জানলে চমকে উঠবেন

News Desk

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক! ফিটনেস ট্রেনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তেলেগু অভিনেত্রীর

News Desk

অভিনব! স্বামীকে ‘ভাগাভাগি’ করে নিলেন দুই সতীন! কার ভাগে কতোটা পড়ল, জানুন পুরো বিষয়টা

News Desk