Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বপ্নে পাওয়া নির্দেশের গুজব রটিয়ে খুন! পাঁচজনকে নৃশংস ভাবে কুপিয়ে ফেলল রক্তপিপাসু জনতা

বৃহস্পতিবার বাংলাদেশের বান্দরবান অঞ্চলের রুমা উপজেলায় এক ব্যক্তি সহ পাঁচজনকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার কিনারা করল পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ আটক করেছে ২২ জনকে। রুমা থানার ওসি কাজী রা‌কিবউ‌দ্দিন এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম কে জানান, আটক করা প্রত্যেককে জেরা করে হত্যাকান্ডের যে উদ্দেশ্যটি সেটি হলো ‘স্বপ্নে পাওয়া কোনো নির্দেশ মতেই’ খুন করা হয় ওই পাঁচজনকে। তারা ‘তন্ত্র’ সিদ্ধ এমন গুজব ছড়িয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

গত বৃহস্পতিবার রুমার দুর্গম গ্যালেংগ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ার এক ব্যক্তি এবং তাঁর ছেলেকে মেরে ফেলা হয়। সেই সময় ওই পরিবারের আরেক জন উপস্থিত থাকলেও সে কোনো মতে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। তারপরেই এই খুনের খবর প্রকাশ্যে আসে। তদন্তে নামে পুলিশ। এরপরেই বোঝা যায় এই খুনের পেছনে অন্য উদ্দেশ্য আছে। একে একে ২২ জন জড়িত কে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁদের বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনে উপস্থিত করা হয়। ওই আদালতের বিচারক মহম্মদ নূরুল হক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর আবুপাড়ার পাড়াপ্রধান কারবারী ল্যাংরুই ম্রো (বয়স ৬০) এবং তার চার ছে‌লে রুংথুই ম্রো (বয়স ৪০), লেংরুং ম্রো (বয়স ৩৭), মেনওয়াই ম্রো (বয়স ৩৫) ও রিংরাও ম্রো (বয়স ২৫)-কে খুন করা হয়। এরপর ম্রোর স্ত্রী হাইপো ম্রো রুমা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, ধৃতরা প্রত্যেকেই খুনের কথা স্বীকার করে নিয়েছে। তাঁরা ওই অঞ্চলেরই বাসিন্দা।

এই খুনের কারণ হিসেবে পুলিশের সামনে উঠে এসছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ল্যাংরুই ম্রো তন্ত্র মন্ত্রের চর্চা করেন। এবং এলাকার লোকের বিশ্বাস নিজের ব্যক্তিগত শত্রুতা থেকে তিনি তন্ত্র শক্তি প্রয়োগ করে লোককে অসুস্থ করে দেন। এইভাবে একদিন চাষ আবাদের জমি নিয়ে এক প্রতিবেশীর সাথে তার ঝগড়া হয়। প্রতিবেশীদের অভিযোগ তিনি নিজে ভালো জমি নিয়ে অন্যদের তুলনামূলক অনুর্বর জমি নিতে বাধ্য করতেন। তন্ত্র মন্ত্রের ভয় দেখাতেন, ইত্যাদি সমস্যা লেগেই থাকতো। কয়েকবার বৈঠক বসলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। এর মধ্যে কাকতালীয়ভাবে যাদের সাথে ল্যাংরুই ম্রোর অশান্তি তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হন। এতেই রটে যায় ল্যাংরুই তন্ত্র বিদ্যার জেরে এসব ঘটাচ্ছেন।

আরেক ব্যাক্তি রটিয়ে দেন তিনি স্বপ্নে নির্দেশ পেয়েছেন ল্যাংরুই ও তার ছে‌লে‌দের মেরে ফেললে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে। এরপরই অনেকে একজোট হয়ে ল্যাংরুই ও তার ছে‌লে‌দের পিটিয়ে ও কুপিয়ে পরিকল্পনা মাফিক হত্যা করে। এক ছেলে কোনো মতে প্রাণে বাঁচেন।

Related posts

দেশে আবারও কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর সংখ্যা। প্রায় একই থাকছে কোভিড গ্রাফ

News Desk

অ্যাক্টিভ কেসের গ্রাফ ক্রমশঃই ঊর্ধ্বমুখী, এখনই কাটছে না করোনা ঘিরে উদ্বেগ

News Desk

পরিবারের বিরুদ্ধে গিয়ে বাবার চিতায় শেষ ইচ্ছা পূরণ করলেন মেয়ে! স্থাপন করলেন উদাহরণ

News Desk