প্রতিবেশীর একটি গাছ থেকে লেবু চুরি করে খেয়েছিল চা বাগানের তিন কিশোর। এরপরই ভয় হয় চুরি করে খাওয়ার কথা যদি জানতে পারে তাহলে বকা দেবে বাড়ির লোক। কিন্তু বকুনির হাত থেকে বাঁচতে তারা যা করল তা প্রায় নজিরবিহীন। একটু আধটু নয়, বাড়ি থেকে পালিয়ে প্রায় ২২ কিলোমিটার পথ পারি দিল চা বাগানের তিন শিশু।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির, ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকায়। ঐ তিন শিশুর নাম রমিত ওরাও(৯), সাহিল ওরাও(১০) এবং জয়দীপ ওরাও(১১)। অবশেষে পুলিশি তৎপরতায় তিনজনকেই উদ্ধার করা হল। জানা গিয়েছে, চুরি করে লেবু খাওয়ার পর থেকেই বকা খাওয়ার আশঙ্কায় ভুগছিল তিন শিশুই। এরপরই তারা ভেবে ফেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার। তাদের মধ্যেই একজন, জয়দীপ সম্প্রতি বেরিয়ে যাওয়া মামার বাড়ি, খুট্টিমারীর দিকে দুই বন্ধুকে নিয়ে রওনা দেয়। প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করেছিল তারা। অপরদিকে এই তিন শিশুর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায়।
বাড়ি থেকে বেরিয়ে তারা প্রথম ৭-৮ কিমি রাস্তা পায়ে হেটে বিন্নাগুড়ি থেকে গয়েরকাটাতে আসে। তারপর সেখান থেকে চাপে টোটোতে, দিয়ে ১২ কিমি পেরিয়ে পৌছায় ঠাকুরপাটে।আবারও ৪ কিমি পায়ে হেটে পারি দিয়ে অবশেষে খুট্টিমারী এলাকায় পৌঁছয়। সেখানে জয়দীপ ওরাও এর মামার বাড়ি। কিন্তু সেখানেও মামার বাড়িতে কারোর খোঁজ না পেয়ে ৪ কিমি পথ পেরিয়ে ফের ঠাকুরপাট বাজারে আসতেই তিন অজ্ঞাতপরিচয় শিশুকে এলাকায় ঘুরে বেড়াতে দেখে সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মনে। এলাকার মানুষ খবর দেয় গ্রামীণ পুলিশকে। পুলিশ এসে তিন শিশুকে উদ্ধার করে।
তাদের কে জিজ্ঞেস করে পুলিশ জানতে পারে, ওই তিনজনের বাড়ি বিন্নাগুড়ি চা বাগানের ভগৎ লাইনে। তাদের বাবা, মা সকলেই চা বাগানে কাজ করে। বুধবার সকালে বাবা-মা বাড়ি থেকে বাগানের কাজে বেরিয়ে যাওয়ার পর তারা সকালে এক প্রতিবেশীর গাছ থেকে লেবু চুরি করে খেয়েছিল। গাছের মালিক, বা বাড়িতে জানতে পারলে তাদের বকা ঝকা করতে পারে তাই বকুনির ভয়ে তারা এমন কাজ করেছে। তাই তিনজন বন্ধু খুট্টিমারির উদ্দেশ্যে রওনা দেয় একসাথে। ধূপগুড়ি থানার তরফ ওই তিন শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে এ দিন সন্ধ্যায় তিনজনের অভিভাবক মানতি ওরাও, পঞ্চমী ওরাও এবং গেন্দ্রা ওরাও থানায় এসে তাদের ফিরিয়ে নিয়ে যান। ধূপগুরির পুলিশের তৎপরতায় উদ্ধার হল তিন শিশু।