Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ছোট্ট ছেলেকে বাড়িতে একা রেখে যেতে ভয় পেতেন বাবা! মায়ের আচরণে হতবাক সকলে

অশান্তি আর ঝামেলা যেকোনো দাম্পত্যে খুব অস্বাভাবিক কোনো বিষয় নয়। একসাথে থাকতে গেলে টুকটাক ঠোকাঠুকি লাগে। কিন্তু বিষয়টি যদি সীমা অতিক্রম করে যায় তখন সেটি দুশ্চিন্তার। বিশেষত স্বামী-স্ত্রীর মধ্যে একজনের যদি চণ্ডালের মতন রাগ থাকে। স্ত্রীর রাগ এবং রেগে গিয়ে করা আচরণ দেখে বেশ ভয়ই পেতেন স্বামী। কিন্তু তার আশা ছিল সন্তান আসলে বিষয়টা পাল্টে যাবে। দুর্ভাগ্যজনকভাবে হয়েছিল ঠিক উল্টো। মা হওয়ার পরই যেন আরো হিতাহিত জ্ঞান হারাতে থাকে ওই মহিলা। সন্তানকে একা ছেড়ে আসতে তাই ভয়ই হতো ওই ব্যক্তির। যতক্ষণ বাইরে কাজে থাকতেন আশঙ্কায় আশঙ্কায় থাকতেন। কিন্তু সোমবার কাজ থেকে ফিরে যা দেখলেন তাতে এখন নিজের সন্তানকে স্ত্রীর কাছে ছেড়ে আসার জন্য কপাল চাপড়াচ্ছেন ওই ব্যক্তি।

সম্প্রতি রাজস্থান পুলিশ ২৬ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করেছে। বুধবার গ্রেপ্তার হওয়া ওই মহিলার বিরুদ্ধে তার সাড়ে তিন বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। ঘটনাটি বারান জেলার চিপবারোদ শহরের। ধৃত মহিলার নাম গায়ত্রী জাটব বলে জানা গিয়েছে। এই ঘটনায় মহিলার স্বামী অনিল জাটভ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অনিল জাটভ নামক ওই ব্যক্তি নিজের অভিযোগে জানিয়েছেন, তিনি মজদুর এর কাজ করেন। সোমবার কাজ সেরে বাড়িতে পৌঁছলে তিনি দেখেন তাঁর ছেলে মারা গেছে। বলা হচ্ছে সন্তানটির মা অর্থাৎ অভিযুক্ত মহিলা মানসিকভাবে অসুস্থ। বাবা জানান, দিনমজুর খেটে বাড়ি ফেরার পর দেখেন তার ছেলে ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে।

শিশুটির বাবা পক্ষ নিয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়ান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মহিলা যখন তার সন্তানকে মারধর করছিলেন, তখন বাড়ির অন্য সদস্যরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঘর বন্ধ করে পেটানোয় তারা দরজা খুলতে পারেনি। তিনি জানান, শিশুটিকে এইভাবে কিছুক্ষণ মারধর করার পর তার মৃত্যু হয়।

এই ক্ষেত্রে, পুলিশ গায়ত্রী জাটবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে শিশুটির শব পরিজনের হাতে হস্তান্তর করেছে। দ্রুত মহিলাকে বুধবার আদালতে পেশ করা হয়েছে।

Related posts

৫ হাজার বছর আগের হরপ্পার সভ্যতায় ব্যাবহৃত এই জিনিসগুলো আজও আমাদের ব্যবহারে লাগে!

News Desk

করোনা ভাইরাসএর মোকাবিলায় GST প্রত্যাহার কেন্দ্রের

News Desk

আবারও বাড়ছে সংক্রমণ, ২৪ ঘন্টায় বাড়ল মৃত্যুও! তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে কি পদক্ষেপ?

News Desk