তালিবানরা (Taliban) আফগানিস্তানকে কব্জা করতেই রাজধানী কাবুল ছাড়ছেন প্রচুর সংখ্যক মানুষ। এরই মধ্যে ভারতীয় নাগরিকসহ সমেত বেশ কিছু মানুষ তালিবানদের দ্বারা অপহৃত (Indian Kidnapped in Afghanistan) হয়েছে বিমানবন্দরের বাইরে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। যাদের অপহরণ হয়েছে তাদের মধ্যে রয়েছেন শিখ আফগানরাও। ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক মিলিয়ে প্রায় ১৫০ জনকে তালিবানরা অপহরণ করেছে। এমনকি আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় কোঅর্ডিনেটর জহিব কে পর্যন্ত তালিবান জঙ্গিরা পাকড়াও করে নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কাবুলে আটকে পড়েছেন যে সমস্ত ভারতীয় নাগরিক তাদের উদ্ধারের কাজে নিযুক্ত ছিল জোহিব। জঙ্গিরা তার ফোন পর্যন্ত কেড়ে নিয়েছে। যদিও তালিবান সূত্রে দাবি করা হয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি বলে। তাদের দাবি, সমস্ত ভারতীয়কেই তারা এক সুরক্ষিত জায়গায় নিয়ে গেছেন। তাঁদের কোনো ধরনের অপহরণ করা হয়নি।
আফগানিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সমস্ত ব্যক্তিরা কাবুল ছাড়ার অপেক্ষায় বিমান বন্দরের কাছে পৌঁছেছিলেন বলে জানা গিয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রক এখনই এই নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে তারা পুরো বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
বাকি আফগানিস্তানের দখল নেওয়ার পর গত রবিবার তালিবান গোষ্ঠী কাবুলের পতন ঘটানোর পর থেকেই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তান আবারও তালিবানের শাসনে। ২১ বছর আগে তাদের শাসনকালের অন্ধকার সময় মনে করে তারপর থেকেই আতঙ্কিত হয়ে বহু মানুষ সেই দেশ ত্যাগ করতে বিমানবন্দরে ভিড় করছেন। শনিবারই আফগানিস্তানে এখনও থেকে যাওয়া ৮৫ জনেরও বেশি ভারতীয়কে তাজাকিস্তানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের ভারতে ফেরানো হচ্ছে। আরও একটি বিমানও তাজাকিস্তানে তৈরি রাখা হয়েছে বাকি ভারতীয়দের দেশে নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে এমন অপহরণের ঘটনা। শনিবার ভারতীয় বায়ুসেনার C-130J বিমানটি ৮৫ জন আটকে পড়া ভারতীয়দের নিয়ে কাবুল থেকে তাজাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার পরেই তালিবানদের এমন কাজ বলে জানা গিয়েছে।
কিন্তু এই খবরের সত্যতা কতটকু আর আদৌ ভারতীয়দের অপহরণ করা হয়েছে কিনা, তা জানতে চেষ্টা করছে ভারতীয় বিদেশ মন্ত্রকও। সংবাদ সামনে আসার পরেই চিন্তিত হয়ে পড়েছেন আটকে থাকা ভারতীয়দের পরিবারের লোকজন সমেত পুরো দেশ।