পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে ১৫ই জুন পর্যন্ত কার্যত লকডাউন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। রাজ্যে করোনার সংক্রমণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু দৈনিক সংক্রমন এখনও চার হাজার প্রায়। তাই ১লা জুলাই পর্যন্ত বিধি নিষেধ বজায় রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কিছু বিষয়ে ছাড় দিলেও আপাতত রাজ্যে জারি থাকছে বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী ঘোষণা এমনটাই জানিয়েছেন নবান্ন থেকে।
গণ পরিবহন আপাতত বন্ধই থাকছে। লোকাল ও মেট্রো ট্রেন পরিষেবাও এখনি চালু হচ্ছে না। পাশাপাশি বন্ধ থাকছে বাস চলাচলও।
২৫ শতাংশ কর্মী নিয়ে চালু রাখা যাবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস সময় করতে হবে।
শপিংমলের ভিতরের বিভিন্ন দোকানগুলি সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালাতে হবে দোকান। ৩০ শতাংশের বেশি ক্রেতা একসাথে প্রবেশ করতে পারবে না।
সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার, মুদি দোকান ইত্যাদি। এ ছাড়া বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য খুচরো দোকান এবং শপিং মল খোলা থাকবে।
বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তরাঁ, পানশালা ইত্যাদি। কিন্তু সেই ক্ষেত্রে ৫০ শতাংশ লোককেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রশাসন তরফে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো, ট্যাক্সি বা অন্য যানকে যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। শ্যুটিং ইউনিট ৫০ জন শিল্পী নিয়ে শুটিং এর কাজ চালু করতে পারবেন।
সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
বিউটিপার্লার, স্পা ও জিম এখনই খুলছে না।