Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্লাজমা ডোনার কে কে হতে পারবেন! গাইডলাইন বেধে দিলো কেন্দ্র

নতুন করে করোনার সংক্রমনে গোটা দেশ জুড়ে হাহাকার পড়ে গিয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লক্ষ লক্ষ। মৃত্যু হয়েছে বহু মানুষের। করোনা আক্রান্তদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে ঘাটতি রয়েছে অক্সিজেন ও হাসপাতালের বেডের নিরিখেও। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লাজমা। এই প্রয়োজনীয় প্লাজমা পাওয়া যায় করোনা থেকে সেরে ওঠা মানুষের মধ্যে। কিন্তু কোভিড থেকে সেরে যেকোনো ব্যাক্তিই এই প্লাজমা দিতে পারবেন না। এই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র।
করোনা থেকে সেরে ওঠা ব্যাক্তি যাঁরা কোভিড আক্রান্তদের চিকৎসার জন্য প্লাজমা দান করতে ইচ্ছুক তাঁদের জন্যই তৈরি হয়েছে এই গাইডলাইন। আক্রান্তরা যাতে সঠিক ভাবে প্লাজমা পান সেই বিষয়টি পরিষ্কার করতেই এই নির্দেশিকা।

ঠিক কী কী বলা হয়েছে এই গাইডলাইনে-

১) প্লাজমা দান করার ৪ মাসের মধ্যে করোনার টি পি সি আর নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও প্লাজমা দান করার সময়ে লাগবে আধার কার্ড ।

২) করোনা পজেটিভ রিপোর্ট আসার ১৪ দিন বাদে ১৪ দিন পরেই প্লাজমা দান করা যাবে। এর আগে নয়।

৩) কোনো গর্ভবতী মহিলা প্লাজমা দান করতে পারবেন না।

৪) যে সকল ব্যাক্তি করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা ভ্যাকসিন নেওয়ার ২৮ দিনের মধ্যে প্লাজমা দান করতে পারবেন না।

৫) দাতার রক্তে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি না থাকলে প্লাজমা দিতে পারবেন না।

৬) প্লাজমা দান করার আগে নির্দিষ্ট হাসপাতালে যোগাযোগ করে জেনে নিতে হবে।

প্রসঙ্গত, রোজকার আক্রান্তের নিরিখে রেকর্ড করছে ভারত। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের চিকিৎসা করতে প্লাজমা বিশেষ ভাবে উপযোগী হয়ে উঠতে পারে।

Related posts

অরুণাচল প্রদেশের যুবকদের চীনের পিপল লিবারেশন আর্মি-তে নিয়োগ করতে চাইছে চীনা সরকার

News Desk

ওমিক্রণ কি অতিমারীর ‘শেষের শুরু’? শক্তি হারাচ্ছে করোনা? কি বলছে সমীক্ষা?

News Desk

চীনের এই গ্রামে সব মহিলাদের চুল পা পর্যন্ত, বয়সের সাথে পাকেও না চুল! রহস্যটা কি

News Desk