১ মে থেকে ১৮ বছরের বেশি বয়স্ক সকলেই নিতে পারবেন কোভিড ভ্যাকসিন, এমনই কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর সাথেসাথেই সিরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে ৪০০ টাকা প্রতি ডোজ এই দামে কোভিশিল্ড টিকা বিক্রি করবে। অবশ্য কেন্দ্রকে তারা প্রতি ডোজ টিকা আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ১৫০ টাকাতেই দেবে। এছাড়া সিরাম ইনস্টিটিউট বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিকে কোভিশিল্ড- এর প্রতি ডোজ টিকা ৬০০ টাকায় বিক্রি করবে বলে জানিয়েছে।
কেন্দ্র সরকারের নতুন নীতি অনুযায়ী, উৎপাদিত টিকার অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত রেখে বাকি অর্ধেক ডোজ বিভিন্ন রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে। ফলস্বরূপ এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন। এবার থেকে মানুষ চাইলে নিজেই সরকার নির্ধারিত দামে ভ্যাকসিন কিনে নিতে পারবে। যদিও সরকারি হাসপাতালগুলি তে আগের মতোই বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া যাবে।
কোভিশিল্ড ভ্যাকসিন-এর প্রতি ডোজ-এর দাম নিয়ে সিরাম ইনস্টিটিউটের বক্তব্য, বিদেশে যা ভ্যাকসিনের দাম তার থেকে অনেক কম দামে ভারতে টিকা দিচ্ছে তারা। এই সংস্থার দাবি অনুযায়ী, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে ৭০০ থেকে দেড় হাজার টাকা। মে মাস থেকে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে রোজ প্রায় ১২ লক্ষ টিকার প্রয়োজন পড়বে বলে অনুমান করা হচ্ছে।প্রসঙ্গত অনেক রাজ্য টিকার ঘাটতির অভিযোগ করেছে। তাই এই সিদ্ধান্তের ফলে মানুষ নিয়ে দোকান থেকে কিনে নিয়ে ভ্যাকসিন নিতে পারবে। যদিও বিশেষজ্ঞদের মতে খোলাবাজারে ভ্যাকসিন বিক্রির বিষয়টি প্রশাসনকে কড়া নজদারিতে রাখতে হবে যাতে বিষয়টি সুষ্ঠু ভাবে, নিয়মমাফিক হয়।