Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এখন আপনার প্রভিডেন্ট ফান্ড এর টাকা তুলতে গেলে মানতে হবে এই পদ্ধতি। বিস্তারিত পড়ুনঃ

সম্প্রতি একগুচ্ছ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ ঠেকাতে লকডাউন (Lockdown) এবং তার জেরে সৃষ্টি হওয়া পরিস্থিতি মোকাবিলায় ।EPF আইনে রদবদল ঘটাচ্ছে সরকার, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। নিজের কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (PF) ৭৫% বা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে), তা তুলে নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে এমন পরিস্থিতি জরুরি প্রয়োজনে ।

বিবৃতি দিয়ে একই সুযোগের কথা জানিয়েছে EPFO কেন্দ্রীয় সিদ্ধান্তের পর । টুইটের মাধ্যমেও জানানো হয়েছে, অনলাইন পদ্ধতির কথা, PF অ্যাকাউন্টের ৭৫% বা তিন মাসের বেতন যার মাধ্যমে প্রত্যাহার করা যাবে।

করোনার কালবেলায় লকডাউন পরিস্থিতিতে সেই অনলাইন পদ্ধতি গুলি হলঃ

১। লগ ইন করুন UAN সাইটে ।

২। তারপর অনলাইন সার্ভিসেসে (Online Services) যান।

 ৩। ক্লেইম (Claim) ফর্মে ক্লিক করুন ।

 ৪। নিয়ে যাওয়া হবে আপনারা আরেকটি পেজে । সেখানে নিজের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪ নম্বর জমা দিয়ে ভেরিফাই (Verify) করুন।

 ৫। পরবর্তী পেজে যাওয়ার পর PF অ্যাডভান্স (Advance) ফর্ম (Form 31)-এ ক্লিক করুন।

৬। লকডাউনের জন্য অগ্রিম টাকা তুলে নেওয়ার অপশন বেছে নিন কারণ হিসেবে ।

এরপর আপনার আধার কার্ডে সংযুক্ত ফোন নম্বরে OTP পাঠানো হবে। সেই OTP দিলেই সমস্ত পদ্ধতি শুরু হয়ে যাবে। প্রভিডেন্ট ফান্ড ফিল্ড অফিস থেকে তা অনুমোদিত হওয়ার সাথে সাথেই অর্থ চলে আসবে গ্রাহকের অ্যাকাউন্টে। EPFO-র দাবি, আবেদনের ৩ দিনের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে টাকা।

এই পদ্ধতিতে পরবর্তীকালে অনেকেই লাভবান হবে বলে মনে করছেন EPFO –সংস্থা । আপনি আপনার নিজের প্রভিডেন্ট ফান্ড এর টাকা তুলে ফেলতে পারবেন ৩দিনের মধ্যেই যা একজন মানুষের কাছে এই বিপদের দিনে সঠিক সাহায্য হিসেবে মনে করা হচ্ছে ।

সরকারি তথা বেসরকারি কর্মচারীদের কাছে এ এক অত্যন্ত সুখকর পদ্ধতি।

Related posts

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া! রাগের মাথায় স্বামীর যৌনাঙ্গে বঁটির কোপ স্ত্রীর

News Desk

সবসময় পকেটে কন্ডোম নিয়েই নাকি ঘোরেন রণবীর! কি কারণে জানালেন নিজেই

News Desk

কল সেন্টারে গোপনে অভিযান চালাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য! কি কাজ চলছিল জানেন!

News Desk