Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

আপনার অজান্তেই শরীরে বাড়ছে না তো থাকা কিডনির সমস্যা? চিনবেন কিভাবে?

মানব শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হল বৃক্ক বা কিডনি। যদি কোনো কারণে আমাদের কিডনিতে সমস্যা হলে বা কিডনিতে কোনও ধরনের সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই কিডনির অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন অনেক চিকিৎসা বিশেষজ্ঞদের। এর কারণ হিসেবে বলতে গিয়ে বেশিরভাগ চিকিৎসকরা বলে থাকেন যেহেতু , কিডনির অসুখের আলাদা করে কোনও উপসর্গ হয় না। তবে এমন কিছু উপসর্গ আছে যা দেখলে তেমন কিছু না বলে মনে হলেও এগুলি খেয়াল করলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার। দেখে নিই তেমনই কয়েকটি উপসর্গ যেগুলো কিডনির সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে…

হঠাৎ যদি চোখের কোল অস্বাভাবিক ভাবে ফুলে ওঠে, তা হলে তা কিডনির সমস্যা কে ইঙ্গিত করতে পারে।

আপনার কি বার বার প্রস্রাবের বেগ অনুভব হয়? সে ক্ষেত্রে আগে থেকেই সাবধান হন! কেননা কিডনি ঠিক ভাবে কাজ না করলে এই সমস্যা হওয়ার সম্ভবনা।

আপনার কি হাত, পা বা পিঠের পেশিতে ঘন ঘন খিঁচুনি বা টান ধরছে, দ্রুত সতর্ক হন। কিডনির সমস্যা থেকে এমনটা হতে পারে। এমন অবস্থায় পিঠের দিকে, কোমরের একটু উপরে দিকে ব্যথা অনুভবও করতে পারেন।

আপনার ত্বকে কি হটাৎ রুক্ষতা দেখা গিয়েছে?
শুকিয়ে যাচ্ছে চামড়া। অনেক ক্ষেত্রেই কিডনীর কারনে এমনটা হতে পারে। কেননা, কিডনি আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল ( Free Radicals) গুলি শরীর থেকে ছেঁকে বের করে দেয়। তাই কিডনি ঠিক মতন কাজ না করলে শরীরে এই ক্ষতিকর রেডিক্যালস জমে গিয়ে আমাদের ত্বককে রুক্ষ ও শুষ্ক করে দেয়।

আপনার পায়ের পাতা বা গোড়ালি আগের তুলনায় ফুলে যাচ্ছে, কিডনি যদি ঠিকঠাক মত দূষিত পদার্থ কে শরীর থেকে বের না করতে পরে তাহলে পায়ের পাতা ফুলে ওঠে। এমন অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

কিডনির সমস্যা থাকলে মানুষের মূত্রথলিতে সংক্রমণ হয়ে যেতে পারে। প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও এমনকি অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত চলে আসতে পারে।

এই উপসর্গগুলি লক্ষ্য করলে অবশ্যই নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি এবং তার পরামর্শ মতো অবশ্যই মূত্র পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। যাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

Related posts

বয়স কি ৪০-এর নীচে? ওজনও বেশীর দিকেই? সাবধান!

News Desk

একবার হাঁচি শুরু হলে থামতেই চায় না? ঘরোয়া উপায়ে থামান? জানুন পদ্ধতি

News Desk

শরীরে নানা সমস্যা মেটাতে মাত্র ৭ দিন খালি পেটে খান কিশমিশের জল! জানুন কিভাবে তৈরী করবেন

News Desk