করোনা নতুন করে সংক্রমনে নাজেহাল গোটা দেশ। সেই থাবা এবারে আইপিএলের শিবিরেও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বিশেষভাবে তৈরী আইসোলেশন সেন্টারে কাটিয়েছিলেন ভারতের অন্যতম অলরাউন্ডার ক্রিকেটার অক্ষর প্যাটেল। বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সদস্য। আইসোলেশন সেন্টারে নির্ধারিত মেয়াদ কাটিয়ে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই দিল্লি দলে যোগ দিয়েছেন তিনি।
২৭ বছর বয়সী গুজরাটি এই তারকা ক্রিকেটার চলতি আইপিএলে অংশ গ্রহণ করার জন্যে ২৮ মার্চ মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালস টিমএর সাথে হোটেলে এসেছিলেন। যদিও হোটেলে চেক ইন করার সময় তার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল কিন্তু এপ্রিলের ৩ তারিখ তাঁর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।
এর করোনার কিছু উপসর্গ নিয়ে বোর্ডের তৈরি বিশেষ মেডিক্যাল রুমে প্রবেশ করেন অক্ষর। তারপর টানা তিন সপ্তাহ মুম্বাইয়ে বিশেষ আইসোলেশনে কাটিয়ে অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পরেই দিল্লী দলের তরফ থেকে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “বাপু দলে ফিরতেই হাসিখুশির মেজাজ দিল্লিতে।”
প্রসঙ্গত, ভুল করোনা রিপোর্টের কারণে বহু ক্রিকেটার আইপিএল চলাকালীন সমস্যার মুখেও পড়েছেন। দিল্লি ক্যাপিটালসেরই পেসার আনরিখ নর্জে ভুয়ো কোভিড রিপোর্টের কারনে অপ্রয়োজনীয় অতিরিক্ত নিভৃতবাস পর্ব কাটিয়েছেন।
এছাড়া নীতিশ রানা কেকেআর শিবিরে যোগ দেওয়ার পরে তারও কোভিড টেস্টে পজিটিভ আসে। যদিও তারপর কোভিড- এর আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে নীতিশ রানার।