Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

অবিশ্বাস্য! এত টাকার মাস্ক পরেন করিনা কাপুর! দাম জেনে চমকে উঠবেন আপনিও

করোনা অতিমারীর পরিবর্তিত পরিস্থিতিতে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মাস্ক মানুষের জীবনের । এখন মাস্কের বিপণি রাস্তায় রাস্তায় । কেউ রাস্তার পাশের দোকান থেকেই , কেউ নামী দোকানে গিয়ে কেনেন মুখ ঢাকার অস্ত্রটি কিনে ফেলেন। ‘ইউজ অ্যান্ড থ্রো’ মাস্কও ব্যবহার করেন অনেকে আবার । আবার কেউ কেউ ব্যাবহার করেন ব্র্যান্ডেড মাস্ক। হেরফের তো রয়েইছে দামের । কিন্তু হলে কত বেশি হতে পারে? প্রাথমিকভাবে গুগলে কলকাতার মাস্কের দাম জানতে চাইলে ২৫০ টাকা পর্যন্ত দাম দেখা যায়। তার বেশি হলে বড় জোর ৫০০ টাকা পর্যন্ত উঠতে পারেন মধ্যবিত্ত শখের খাতিরে।

কিন্তু মাস্ক ২৬ হাজার টাকার পরবেন কি? আপনি পরতে নাই পারেন। করিনা কাপুর (Kareena Kapoor) পরেন। হ্যাঁ, বলিউডের নবাব সইফ আলি খানের (Saif Ali Khan) বেগম ২৬ হাজার টাকার মাস্কই পরেন।

অবিশ্বাস্য-এত-টাকার-মাস্ক-পরেন-করিনা-কাপুর-দাম-জেনে-চমকে-উঠবেন-আপনিও

আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে করোনার (Corona Virus) । এমন পরিস্থিতিতে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন অনেকেই। ব্যতিক্রম করিনা কাপুরও (Kareena Kapoor) নন । সোশ্যাল মিডিয়ায় সকলকে সতর্ক করেছিলেন নায়িকা মাস্ক পরা সেলফি পোস্ট করে । সেই ছবি থেকেই মাস্কের দাম প্রকাশ্যে আসে নায়িকার । যে ব্র্যান্ডের মাস্ক করিনা পরেছেন তাঁর দাম ৩৫৫ মার্কিন ডলার অনলাইনে । তা ২৬ হাজার টাকার বেশি ভারতীয় মুদ্রায় । আবার করিনার পরনে যে টি-শার্টটি রয়েছে তার দাম প্রায় ১২ হাজার টাকা। অর্থাৎ টি-শার্টের থেকেও মাস্কের দাম বেশি। দু’টি মিলিয়ে মোট ৩৮ হাজার টাকার সামগ্রী করিনা কাপুরের পরনে রয়েছে । তাই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন নায়িকা নেটদুনিয়ার । তাতে নবাবপত্নীর অবশ্য তেমন কোনও হেলদোল নেই । স্টাইল স্টেটমেন্ট এর দিক থেকে তিনি সব সময়ই নিজেকে এগিয়ে রাখেন। মাস্কের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। দ্বিতীয় পুত্রের জন্ম দেওয়ার পর তিনি আপতত মন দিয়েছেন নিজের ফিটনেস চর্চায় । করোনা পরিস্থিতি- তে  নিজেকে ফিট রাখার ব্রত নিয়েছেন বাড়িতে থেকেই । সেই ছবি আবার শেয়ার করেছেন নিজের ভক্তদের সাথে ইনস্টাগ্রামেও।

Related posts

ফুলশয‍্যার রাতে শ্বশুরের ঘর থেকে চুরি করেছিলেন সিগারেট! দীর্ঘদিনের ধূমপানের নেশা ছাড়ছেন শ্রীলেখা

News Desk

পিতৃপরিচয় ছাড়াই ছেলের জন্ম দিয়েছেন তারই দলের সাংসদ নুসরাত! এই প্রসঙ্গে মুখ খুললেন দেব

News Desk

সকাল থেকে ‘রান্নাঘরে’র সুদীপার প্রোফাইল জুড়ে একের পর এক নগ্ন অশ্লীল ছবি! কী হল হঠাৎ

News Desk