Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এই গ্রামে অবাধে চলছে যৌনলীলা, নেই লিভ ইন, ওপেন সেক্সের মত বিষয়ের উপর কোনও আপত্তি

কৈশোর বা যৌবনে পদর্পণ করার পরই প্রেম পড়বে কম বেশি সকলেই জড়িয়ে থাকে। প্রেমের স্বাদ কে না নিতে চায়, স্কুল কলেজ ছুট প্রেম হোক, বা দূর্গা পূজোর আড্ডার আসরেই হোক, চোখে চোখে চাওয়া হোক কি চিঠি লেখা। প্রেম শুরু ও প্রেমের পর বাড়ির লোকজনকে মানানো , সেখান থেকে বিয়ে, এতেই শেষ সাহসী পদক্ষেপ নেওয়ার পালা।

কিন্তু এই ছক ভেঙ্গে দিয়েছে সুদূর অন্ধকারে নিমজ্জিত থাকা এক গ্রামে যেখানে প্রেম বা সেক্স সবটাই অবাধ। কিন্তু কীভাবে…

গোটা পৃথিবী যেখানে প্রেম নিয়ে নানা সমস্যার কথাই বেশি বলে, অধিকাংশ মা-বাবাই যেখানে সন্তান বড় হলে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নাক গোলাম, সেখানে অবাাধে সেক্স! ভাবতেও কি অবাক লাগে না?
কেমন লাগছে ভাবলে তাই তো! এখনও ছেলে মেয়েরা বাবা মাকে লুকিয়ে প্রেম করে থাকে, কিন্তু যদি অনুমতী দেয় অগাধ প্রেমের সেই বাবা মাই!

এটাই সত্যি করে তুলেছে কম্বোডিয়ার একটি গ্রাম বিষয়টা স্বপ্ন হলেও । এই গ্রাম প্রেমে মোড়া । যেখানে এক অদ্ভুত স্বাধীনতা রয়েছে ।

একটা বয়সের পর ছেলে মেয়েরা নিজেদের জীবন সঙ্গী বেছে নিয়ে থাকে নিজেরাই । এক সঙ্গে সময় কাটায়।

লিভইন মা-বাবার অনুমতীতেই চলে । সন্ধ্যের পরই যেন গোটা গ্রাম এক অন্যরূপ নেয় । নেই জোর করা, নেই ধর্ষণের মত অভিশাপও।

মা-বাবারাই দূরে ছেলে মেয়েদের জন্য ছোট্ট ছোট্ট কুঁড়ের ঘর তৈরি করে দেয় । সেখানেই দিন কাটায় সকলে পছন্দের মানুষের সঙ্গে ।

শিক্ষিত সমাজ যেমন ভালো চোখে নিতে পারে না ,বিয়ে না করে বাচ্চা হওয়াটা, এই গ্রাম সেই দিক থেকে শত গুণে এগিয়ে। বাচ্চাকে গ্রহণ করেন বিয়ে ছাড়াই সকলে।

Related posts

গর্ভে মেয়ে, জানতে পেরে পুত্রবধূর গর্ভপাত করাতে গেলেন শাশুড়ি! ফল হলো ভয়াবহ

News Desk

যৌনতায় আসবে নতুন মেজাজ! প্রত্যেক দম্পতির কামসূত্র থেকে এই ৫টি কলা শেখা উচিত

News Desk

৮০ বছর বয়সী স্বামী ভায়াগ্রা নিয়ে উপস্থিত হলো বেডরুমে! স্ত্রী না করায় ঘটলো মারাত্মক ঘটনা

News Desk