দূর্গা পূজায় পেটপুজো করতে ভালোবাসে না এমন মানুষ মেলা ভার। তবে রেস্তোরাঁর নামী দামী খাবার যতই চলুক না কেন মায়ের ভোগের স্বাদের সাথে বোধহয় কোনো কিছুর তুলনা হয় না। পুজো মানেই পুজোর ভোগ। আর এবার এই পুজোর ভোগ ঘিরেই এক অভিনব আইডিয়া নিয়ে হাজির এক সংস্থা। করোনা আবহে যেখানে ভার্চুয়ালি পুজোয় ঠাকুর দেখা থেকে অনলাইন শপিং এই সব কিছুর উপর জোর দেওয়া হচ্ছে সেখানে পুজোর ভোগও যাতে অনলাইন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যে এক অভিনব আয়োজনের দায়িত্ব নিয়েছে Yotto! তাদের হাত ধরেই এবার পুজো প্যান্ডেল থেকে সরাসরি মায়ের প্রসাদ পৌঁছে যাবে আপনাদের বাড়িতে।
তাদের ওয়েবসাইট https://yotto.in/
নামে এই ফুড ডেলিভারি অ্যাপ পুজোর পাঁচদিন পশ্চিমবঙ্গের নানা জায়গায় পুজোর রেডিমেড ভোগ পৌঁছে দিচ্ছে একদম দরজা অবধি। কাঁথি রাজবাড়ি, ভারত সেবাশ্রম সঙ্ঘ ব্যারাকপুর, রামকৃষ্ণ মিশন ব্যারাকপুর , আদ্যাপীঠের মতো জায়গার ভোগ, তারা পৌঁছে দিচ্ছে পুজোর কয়েকটা দিন। এছাড়াও সন্তোষপুর লেক পল্লির মতো সর্বজনীন পুজোর ভোগও পৌঁছে দিচ্ছে এই ফুড ডেলিভারি অ্যাপ।
এমন নয় শুধু কলকাতা শহরের মানুষই এই সুবিধা নিতে পারবেন? উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গের ক্যানিং, হুগলি অথবা বাংলার গণ্ডি ছাড়িয়ে সুদূর উত্তর-পূর্ব ভারতে, যেখানেই থাকুন না কেন আপনাদের পুজোর অনুভূতি ভাল করতে একেবারেই ওরা প্রস্তুত। এবং এর পাশাপাশি বেশ সুচিন্তিত একটি মানবিক কাজ করার চিন্তাভাবনাও রেখেছে yotto। সাধারণ মানুষের মধ্যেও নানান হাসপাতালের ক্যানসার রোগীদের এবং বৃদ্ধাশ্রম সঙ্গে অনাথ আশ্রমেও কোনো মূল্য ছাড়া নিখরচায় ভোগ খাওয়ানোর এই অভিনব উদ্যোগ বেশ প্রশংসার যোগ্য।
yotto’র বিসনেজ হেড তমাল কান্তি রায় এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “নির্দিষ্ট কিছু পুজো কমিটি আর দুর্গাপুজো সংস্থা যেমন ব্যারকপুর মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে ভোগের প্রসাদ নিয়ে জনসাধারণের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে বিতরণ করা হবে।”
এর পাশাপাশি মহাপঞ্চমী থেকে মহানবমী, বিভিন্ন বাঙালি খাবারের পদ পরিবেশনের পাশাপাশি, একটি করে কলকাতার বনেদি বাড়ির পুজোর পদ থালিতে রাখছে ‘আনাড়ি’ বলে আরেকটি সংস্থা। তাদের দাবি আনাড়ি ‘ পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত দ্রব্য দিয়েই পেটপুজোর আয়োজন করে’। আনাড়ির পাঁচদিনের এই খাদ্য তালিকার প্রতিদিন থাকবে এক এক রকমের বাংলার ধানের চাল। যেমন, কালো নুনিয়া, রাধাতিলক, তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ, বাসমতি। প্রতিদিন থাকবে একটা করে বনেদি বাড়ির দুর্গা পুজোর সাবেকি পদ।
হোম ডেলিভারি এবং টেক অ্যাওয়ের সুবিধা আছে৷ অর্ডার দিতে যোগাযোগ করুন এই নম্বরে:
+91-9831002110/ +91-9038585683