Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বেহালায় মাঠের মধ্যে দাড়িয়ে ঝগড়া করছিলেন দম্পতি! আচমকাই যা ঘটিয়ে বসলেন মহিলা!

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মানুষের কাছে খুব একটা অপরিচিত দৃশ্য নয়। সচারচর এমন কিছু রাস্তা ঘাটে চললেও বিশেষ মাথা ঘামায় না পথচলতি বা আসে পাশের মানুষ। ঠিক এই ভাবেই বেহালার আর্য সমিতির দেবদারু ফটোক ক্লাবের মাঠে বেশ কিছুক্ষণ দাড়িয়ে বচসা চলছিল এক মহিলা আর এক ব্যাক্তির। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারপাশের লোক যা দেখলো তাতে তাদের চক্ষু চড়কগাছ।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নিজেদের মধ্যে অশান্তি করছিলেন একজন মহিলা এবং একজন পুরুষ। স্থানীয়দের বক্তব্য, বাদ বিবাদ চলতে চলতেই আচমকাই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ওই মহিলা। আশেপাশের লোক প্রাথমিকভাবে হতভম্ব হয়ে গেলেও দ্রুত তৎপর হওয়ায় প্রাণ বাঁচানো সম্ভব হয় মহিলার। ঘটনাস্থলে উপস্থিত রা আগুনলাগা মহিলার গায়ে চট জড়িয়ে তাকে মাটিতে শুইয়ে দেয়। খবর যায় পুলিশে। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। অগ্নিদগ্ধ মহিলাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

সূত্রে খবর পুলিশের হেফাজতে নেওয়া ব্যক্তিটি নাকি মহিলার স্বামী। কিন্তু ওই মহিলা ওই লোকটির দ্বিতীয় স্ত্রী, তার আগেও একটি বিয়ে আছে। আরো জানা গেছে গত অক্টোবর মাসে এই দ্বিতীয় বিয়ে করেন ঐ ব্যক্তি। ওই মহিলা নাকি জেনেশুনেই বিবাহিত ব্যক্তিকে বিয়ে করেছিলেন। ওই ব্যক্তির দিকে অভিযোগের তীর যে তিনি নাকি তার দ্বিতীয় স্ত্রীকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিলেন গোপন ব্যক্তিগত ছবি ফাঁস করে দেবার। বলছিলেন চতুর্দিকে মহিলার গোপন ছবি ছড়িয়ে দেবেন। আরো অভিযোগের এই বিষয়ে মহিলার শ্বশুরবাড়ির লোকজন ও সায় দিচ্ছিল। এই সমস্ত বিষয় নিয়েই রবিবার সন্ধ্যাবেলা ওই মহিলার সাথে ঐ ব্যক্তির অশান্তি বাঁধে বেহালার আর্য সমিতির দেবদারু ফটোক ক্লাবের মাঠে। অশান্তি চরমে উঠলো নিজের গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেন মহিলা।

সেখানে উপস্থিত সকলে জানান, হঠাৎ ওই মহিলা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। দাউদাউ করে গায়ে আগুন জ্বলতে শুরু করে তার। উপস্থিত সকলেই ছুটে যান এবং তৎপরতার সাথে চট জোগাড় করে সেই চট তার গায়ে পেচিয়ে মাটিতে শুইয়ে দেওয়া হয়। এইভাবে গায়ের আগুন নেভে। এরপর অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কিছুক্ষন সেই মাঠের মধ্যে শুয়ে ছিলেন মহিলা। খবর যায় পর্ণশ্রী থানায়। পুলিশ এসে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সাথে উপস্থিত মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিস।

Related posts

নিজের বোন পরিচয় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ! তিন মহিলার স্বামীর কীর্তি ফাঁস

News Desk

ছুটি নেই, শিফট শেষ হলেও চলত কাজ! অবসাদেই কী আত্মঘাতী লিলুয়া ইয়ার্ডের রেল ইঞ্জিনিয়ার?

News Desk

ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে মশার ঘুর্নিঝড়। আতঙ্কিত রাশিয়াবাসী। জলবায়ুর পরিবর্তনের ফলেই কি এই আজব ঘটনা

News Desk