Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মর্মান্তিক! খোঁজ নেয়নি কেউ, মেয়ের পচাগলা মৃতদেহের সঙ্গেই ১০ দিন কাটিয়ে দিলেন বৃদ্ধা মা!

মানসিক ব্যাধির সাথে শারীরিক অক্ষমতা। এই দুইয়ের কারণে নিজের মেয়ের পচাগলা দেহ আগলে দশ দিন ধরে বসে থাকলেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুরে। শিবপুর থানার অধীনে মল্লিক পাড়া অঞ্চলের বাসিন্দা দীপ্তি মল্লিকের বয়স সত্তরের কোথায়। তার মেয়ে শ্যামলি মল্লিকের বয়স ৪৫। জানা গেছে চার কাঠা জমিতে নির্মিত এই বিশাল বাড়িতে থাকতেন মাত্র দুজন। বিগত বেশ কিছুদিন ধরে তারা দুজনেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চলাফেরার সক্ষমতা ছিল না তাদের কারোরই মাস দুয়েক ধরে। বিশালাকায় সেই বাড়িতে দুজনে একাই থাকতেন, খোঁজ খবর নেবার মধ্যে ছিলেন দীপ্তি মল্লিকের ভাইয়ের ছেলে শুভদীপ মল্লিক। মাঝেসাঝে তিনি এসে খোজ খবর নিয়ে যেতেন দুজনের। বাকি এলাকায় আরো আত্মীয়-স্বজন থাকলেও কেউ তাদের দেখাশোনা করতেন না।

জানা গিয়েছে, শুভদীপ বাবু রবিবার এই দুই মহিলা, অর্থাৎ পিসি আর পিসতুতো দিদি কে দেখতে আসেন। কিন্তু বাড়িতে ঢুকতেই তাঁর নাকে আসে দুর্গন্ধ। তারপর ঘরে ঢুকতেই চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। দেখেন মারা গিয়েছেন শ্যামলী মল্লিক। শুধু মারা যে গেছেন তাই নয় সেই মৃত দেহে পচনও ধরেছে। আর মৃতদেহ আগলে বসে আছেন চলৎশক্তিহীন বৃদ্ধা দীপ্তি মল্লিক। সাথে সাথেই শুভদীপ মল্লিক জানান ওই দুই মহিলার প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীপ্তি মল্লিক জানান, ২০১৭ সালে মৃত্যু হয় তার স্বামীর। তিনি একটি বেসরকারি কোম্পানি তে কর্মরত ছিলেন। তার মেয়ে শ্যামলীও বেশ লম্বা সময় ধরে অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী। পিশেমশাইয়ের মারা যাওয়ার পর সপ্তাহে একদিন করে এসে দুই মহিলার খবর নিয়ে যেতেন দীপ্তিদেবীর ভাইপো। তিনি মাঝে মধ্যে এসে খাবার, টাকা পয়সা দিয়ে যেতেন। কিন্তু স্ত্রীর ডেলিভারির ডেট থাকায় গত সপ্তাহে আসতে পারেননি তিনি।

কিন্তু কেন এতটা অসুস্থ হলেও তাদের চিকিৎসা করানো হল না? সদুত্তর পাওয়া যায়নি শুভদীপ মল্লিকের কাছ থেকে। প্রতিবেশীদের অভিযোগ তাদের জায়গা-জমি সম্পত্তি ইত্যাদি দখলের জন্য আত্মীয় স্বজনরা তাদের চিকিৎসা করায়নি। জানা গেছে পুলিশ দীপ্তি মল্লিককে উদ্ধার করে তার চিকিৎসার ব্যাবস্থা করেছে।

Related posts

সাগর দত্তে অক্সিজেন পার্লার তৈরী করেও মিলল না সুরাহা, হসপিটালের মেঝেতে শুয়ে কাতরালেন রোগীরা

News Desk

ব্ল্যাক ফাঙ্গাসে কলকাতার হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত রোগীর

News Desk

কোনো শারীরিক জটিলতা নেই, তাও পঁচিশেই বুড়িয়ে গেছেন এই যুবক! কারণ শুনলে হাঁ হয়ে যাবেন

News Desk