Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘বাড়ি খুজেঁ পাচ্ছিনা, মা কে ফোন করতে দেবেন?’ দুই শিশুকে সাহায্য করতে গিয়ে সর্বস্বান্ত মহিলা

প্রতারণা এবং প্রতারক কি তা নিয়ে কমবেশি সবারই একটা ধারণা রয়েছে। যদিও এটা এমন এক ঘটনা যা জানলে চোখ কপালে উঠবে।

প্রতিদিন সকালেই একটি পার্কে নিউ ইয়র্কের বাসিন্দা লরা গ্রাসো হাঁটতে যান। প্রতিদিনের মতো সেদিনও শরীর চর্চা করছিলেন তিনি। সেসময় হঠাৎ করেই দুটি ছেলেমেয়ে তার কাছে আসে। লরার কথা অনুযায়ী তাদের বয়স খুব বেশি হলে ১০ বছর। দুই শিশু তার কাছে এসে জানায় যে তারা হারিয়ে গেছে। বাড়ির রাস্তা চিনতে পারছে না তাই বাড়ি ফিরতে পারছেনা। যদি লরা তার ফোন টা তাদের কাছে দেন তবে তারা তাদের মা কে ফোন করবে।

দুই শিশু এই কথা বলছে দেখে তিনি খুব চিন্তায় পড়ে যান এবং ফোনটি দিয়ে দেন। ফোন হাতে পেয়েই একটু দূরে চলে যায় তারা আর মিনিট পাঁচেক পর লরার হাতে ফোন টা দিয়ে যায় তারা। এরপর বেশ কিছু ক্ষণ বাদে লরার ফোনে এক মেইল ঢোকে। সেই মেইল দেখে রীতিমতো হকচকিয়ে যায় লরা। এক ব্যাঙ্ক একাউন্ট এ লরার একাউন্ট থেকে ১০০০০ ডলার পাঠানো হয়েছে। ব্যাঙ্ক থেকে সে কথাই জানানো হয়েছে। লরা বুঝে যান যে তাকে ফাঁদে ফেলা হয়েছে। সাথে সাথেই ব্যাংকে যান লরা। সেখানে গিয়ে জানতে পারেন, ‘ভেনমো’ নামে অন্য একটি অ্যাকাউন্টে একটি অনলাইন অর্থ আদান-প্রদানকারী অ্যাপের মাধ্যমে টাকা গিয়েছে।

পুলিশে এই সম্পূর্ণ ঘটনার অভিযোগ দায়ের করেন লরা। ওই অ্যাকাউন্টটি চিহ্নিত করা হয় পুলিশের তৎপরতায়। অবশেষে লরা সেই টাকাটা ফিরে পান কিন্তু তার এখনও বিশ্বাস হচ্ছেনা যে মাত্র বছর দশেকের দুই শিশু এমন কাজ করতে পারে। 

Related posts

ফেসবুক বন্ধুর প্রেমে পড়লেন দুই সন্তানের মা! জানতে পেরে স্বামী নিলেন এক অভিনব পদক্ষেপ

News Desk

রাজ্যে চলবে প্রাক বর্ষার বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

News Desk

প্রত্যাবর্তন পাবজি গেমের! কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এই গেমটি। রইলো খোঁজ

News Desk