Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মেকানিকের সঙ্গে পরকীয়া! স্বামীকে হত্যার জন্য ‘দু’জন ভাড়াটে খুনী’ কে ‘সুপারি’ দিল মহিলা

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে খুনের ‘সুপারি’ দিল স্ত্রী! মৃত্যু নিশ্চিত করতে দু’জন ভাড়াটে খুনীকে ওই কাজে লাগিয়েছিল মহিলা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল চেন্নাইতে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইয়াসমিন বানু। জানা গিয়েছে, মহিলার স্বামী আকবর বাচারের একটি মোবাইল সারানোর দোকান রয়েছে। রসুল মহম্মদ নামের এক মেকানিককে কাজ দিয়েছিলেন আকবর। সেই মেকানিকের সঙ্গেই পরকীয়ায় লিপ্ত হয় তাঁর স্ত্রী ইয়াসমিন। বিষয়টি জেনে গিয়েছিলেন আকবর। স্ত্রীকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথাও জানান তিনি। কিন্তু, তেমনটা চায়নি অভিযুক্ত ইয়াসমিন। বরং পথের কাঁটাকে উপড়ে ফেলতে চেয়েছিল। আর সেই কারণেই দু’জন দাগী আসামিকে স্বামীকে খুনের সুপারি দিয়েছিল সে।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন মোবাইল সারানোর দোকানে গিয়ে ইয়াসমিন খুনিদের ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল আকবর কোনটা। এরপরেই আকবরের উপর আক্রমণ করে ওই দুই গুন্ডা। অতর্কিত আক্রমণে গুরুতর আহত হলেও, প্রাণে বেঁচে যান আকবর। এরপরেই তিনি নিজের স্ত্রী ও দুই আক্রমণকারীর নামে থানায় অভিযোগ জানান। ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ঘটনায় আরও এক ব্যক্তি জড়িত থাকতে পারেন। সেটি মহিলার প্রেমিক কিনা খতিয়ে দেখছে পুলিশ। দুই কুখ্যাত গুন্ডার সঙ্গে মহিলার যোগাযোগ কী ভাবে হল, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

সামনেই ধনতেরাস ! সোনা কেনার আগে মাথায় রাখুন এই পাঁচটি বিষয়! নাহলে ঠকতে হবে

News Desk

করোনার কারণে হোম আইসোলেশনে আছেন? হঠাৎ শ্বাসকষ্ট উঠলে কী করবেন? জেনে নিন

News Desk

মিয়া খলিফার আকর্ষণীয় স্তনযুগল নকল!! ভিডিওয় হল গোপন তথ্য ফাঁস

News Desk