বিয়ে হয়ে হইয়েছে আট বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু কোনও মতেই স্বাভাবিক শারীরিক মিলনে রাজি হয়না। উল্টে বিকৃত যৌনতার প্রতি আসক্তি হয়ে রয়েছেন। ওই মহিলা সন্দেহ শুরু করেছিল স্বামীকে। অবশেষে ওই মহিলার স্বামী সরাসরি জানিয়েছেন , যে লিঙ্গ পরিবর্তন করে তিনি পুরুষ হয়েছেন। বিয়ের পর এতদূলো দিন কেটে গেলেও টের পাননি। সব কিছু শোনার পর হকচকিয়ে গেছেন তিনি। ঘটনাটি গুজরাতের বডোদরার এ ঘটেছে।
পুলিশ জানিয়েছে , ‘ম্যাট্রিমনিয়াল সাইট’ (যেখানে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়) মারফত ন’বছর আগে ওই মহিলার বিজয় বর্ধনের সঙ্গে আলাপ হয়। ২০১১ সালে মহিলার প্রথম স্বামীর ১৪ বছর আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। তার একটি কন্যা সন্তান রয়েছে। বিজয়ের সঙ্গে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম স্বামীর মৃত্যুর পর বিয়ে হয়। তাঁরা কাশ্মীরে গিয়েছিলেন বিয়ের পর মধুচন্দ্রিমা করতে।
মহিলার দাবী , তাঁর স্বামী বিয়ের বহু দিন পরও শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইতেন না। বিভিন্ন সময় একএকরকম অজুহাত দিয়ে এড়িয়ে যেতেন। তারপর একদিন প্রচন্ড জোর করায় ওই মহিলাকে তাঁর স্বামী জানান যে, রাশিয়ায় একটি দুর্ঘটনায় কয়েক বছর আগে তিনি জখম হন। তাঁর সেখানে একটি অস্ত্রোপচার হয়। সে কারণেই তিনি অক্ষম।
মহিলাকে তাঁর স্বামী আরও জানিয়েছেন যে, তিনি ঠিক হয়ে যাবেন একটা ছোট অস্ত্রোপচারের পর। মহিলাকে তাঁর স্বামী জানান ২০২০ সালের জানুয়ারি মাসে যে, তিনি একবার নিজের ওজন কমানোর জন্য কলকাতা গিয়েছিলেন অস্ত্রোপচার করাতে। পরে অভিযুক্ত ব্যক্তি বলেন স্ত্রীকে, যে আসলে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। তাঁর সঙ্গে ‘বিকৃত’ যৌনতায় লিপ্ত হতে স্ত্রীকে বাধ্যও করতেন বলেও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। এমনকি, এ কথা কাউকে জানালে এমনকি এও হুমকি দিতেন খারাপ পরিণতির।
পুলিশ জানিয়েছে যে , বিজয়ের আগের নাম বিজয়েতা ছিল । গোত্রী থানার ইনস্পেক্টর এমকে গুর্জর জানিয়েছেন, ওই অভিযুক্ত দিল্লির বাসিন্দা। বডোদরায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁকে এই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।