Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হেডফোন কানে রেললাইনের পাশে পড়ে তরুনীর নিথর দেহ! দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্যকিছু!

রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া তরুণীর প্রাণহীন দেহ ঘিরে দানা বাঁধছে রহস্য। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন? ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর (North 24 Pargana, Shyamnagar) এলাকায়। শ্যামনগরের রেল স্টেশন নিকটবর্তী ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকা থেকে উদ্ধার হয় তরুণীটি দেহটি। সেই সময় তাঁর হাতে ধরা ছিল মোবাইল এবং কানে লাগানো ছিল হেডফোন।

বাংলা সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে মৃত তরুণী উত্তর ২৪ পরগনার শ্যামনগরের গুড়দহের মাতৃপল্লি এলাকার বাসিন্দা রিয়া মুখোপাধ্যায়। বয়স ছাব্বিশ বছর। সূত্রে খবর পাশের গুড়দহ শালবাগানের এলাকারই এক বাসিন্দা অসীম হাওলাদার ওরফে বুটুর সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক তৈরি হয়েছিল তরুণীর। তরুণীর পরিবার জানিয়েছে ঘনিষ্ঠ মেলামেশা করতেন তারা দুজনে। এমনকি ওই যুবকের ফাঁকা বাড়িতেও থাকতেন একসাথে মাঝে সাঝেই। কিন্তু এত ঘনিষ্ঠ ভাবে মেলামেশার পরই নাকি তরুণী জানতে পারেন তাঁকে ঠকিয়েছে ওই যুবক। অন্যত্র বিয়ে করতে চলেছে সে। এই নিয়ে দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। রিয়া নাকি জানতে পারে বুটু নামক ওই যুবকের অন্যত্র বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে কিন্তু এদিকে কিছুই জানায়নি সে রিয়া কে।

এই সবের মধ্যেই মঙ্গলবার বুটুর সঙ্গে দেখা করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। এরপরে অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এতক্ষণ কোথায় গেছে রিয়া এই নিয়ে চিন্তা করতে থাকেন পরিবারের সকলে। কিন্তু এর মধ্যেই বুটু ফোন করে তাদের। জানায় রিয়া নাকি আত্মহত্যা করে নিয়েছে। তার মৃতদেহ পরে রয়েছে শ্যামনগরের ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্যবর্তী স্থানে। এই শুনে দ্রুত সেখানে পৌঁছয় তরুণীর বাড়ির লোকজন। দেখেন রিয়ার রক্তাক্ত প্রাণহীন দেহ পড়ে রয়েছে। আর সেই অবস্থাতেও তাঁর হাতেই রয়েছে মোবাইল। কানে তখনও হেডফোন লাগানো ছিল।

রিয়ার দেহ দেখার পরই সন্দেহ হয় তাদের। তাদের প্রশ্ন ট্রেনের ধাক্কায় যদি রিয়ার মৃত্যু হয় তাহলে মোবাইল এবং হেডফোন এই ভাবে হাতে আর কানে থাকলো কীভাবে। রিয়ার বাড়ীর লোকজনের দাবী রিয়া আত্মহত্যা করতে পারে না। ওই যুবক এবং তার বাড়ির লোকেরাই রিয়ার মৃত্যুর কারণ দাবী তাদের। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বুটুর পরিবারের লোকজন। বুটুর সঙ্গে রিয়ার কোনো প্রেম ছিল না বলেই পালটা অভিযোগ তাদের। রিয়ার পরিবারের লোকজনই জগদ্দল থানা এবং নৈহাটি জিআরপিতে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করেছে।

Related posts

স্ত্রীর আচরণে কী লক্ষ্য করছেন এই সমস্ত পার্থক্যগুলি!! কারণ তৃতীয় ব্যক্তির উপস্থিত নয়তো?

News Desk

ভয়াবহ দাবানলে জ্বলে খাক গ্রিস তুরস্ক সহ দক্ষিণ ইউরোপ, ঘরছাড়া কয়েক হাজার, মৃত অন্তত ১০

News Desk

শীতকাল এলেই মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না কিছু? জানেন কী এটা আসলে এক রোগ?

News Desk