Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

OYO রুম বুক করেছিলেন যুবক! চলে যাওয়ার পর খাটের নীচে দেখে স্তম্ভিত হোটেল কর্মীরা

ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি লজ থেকে ২৪ বছর বয়সী এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। এই লজটি আদিত্যপুর থানা এলাকার আরআইটি মোড়ে এবং এর নাম শুভেক্ষা লজ। এই লজটি ওয়ো (OYO) রুম এর অন্তর্ভুক্ত ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে জামশেদপুরে কলকাতার এক যুবক ওই মহিলাকে নিয়ে হোটেলে পৌঁছে কিছুক্ষণ পর সেখান থেকে নিখোঁজ হন। এরপর হোটেলের ম্যানেজার রুমে ওই নারীর লাশ দেখতে পান। খাবার নেওয়ার অজুহাতে হোটেল থেকে উধাও হয়ে যায় ওই যুবক। লজের ১০১ নম্বর কক্ষ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে আদিত্যপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করে। মৃত মহিলা জামশেদপুরের গালুডিহের বাসিন্দা বলে জানা গিয়েছে।মেয়েটির নাম কান্তি দেবী। প্রসঙ্গত জানিয়ে রাখা যাক যে এই লজটি OYO দ্বারা পরিচালিত হয়, যেখানে লাভারস দের বাইরে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ওই নারী সম্পর্কে বলা হচ্ছে, তিনি কলকাতার এক যুবকের সঙ্গে এখানে এসেছিলেন।

ঘটনার পর যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার করেছে। আরো জানা গিয়েছে ঘটনার পর সংবাদমাধ্যমের লোকজন সেখানে উপস্থিত হলে হোটেলের ম্যানেজার দিলীপ ঘোষ ক্যামেরা দেখে পালাতে শুরু করেন।

যদিও অবশেষে অস্বস্তি কাটিয়ে ম্যানেজার জানান, এই দু’জনেই বিকেলে রুম নিতে এসেছেন, কিছুক্ষণ পর ছেলেটি খাবার আনতে রুমে যায় তারপর না ফেরায় হোটেল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ পুরো বিষয়টির তদন্তে নিয়োজিত রয়েছে এবং যুবকের সন্ধান করছে।

Related posts

কৃষিকাজ করতে করতেই হঠাৎ বানিয়ে ফেললেন পর্ন ছবি! এখন মাসে আয় ২ কোটি টাকা

News Desk

রোনাল্ডোর ইঙ্গিতে একদিনে ৩৩ হাজার কোটি ক্ষতির মুখে কোকাকোলা! কি এমন ঘটল?

News Desk

অমিতাভ বচ্চনের KBC শোয়ে যোগ দিয়েছেন! ফলে আগামী ৩ বছর মাইনে বাড়বে না কোটা রেলওয়েসের কর্মীর

News Desk