Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রেমিকের সঙ্গে ফোনে নিজের পর্ন ভিডিও বানিয়ে স্বামীকে ব্ল্যাকমেল করতেন মহিলা, তারপর..

স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র এক সম্পর্ক। আর একেই কলঙ্কিত করার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বিহারের মুঙ্গের থেকে। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র ফেঁদে ফোনে নিজেই নিজের অশ্লীল ভিডিও তৈরি করলেন মহিলা। আর সেই ভিডিও দেখিয়েই ব্ল্যাকমেল করলেন স্বামীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে। ওই নারীর বিয়ের পর থেকেই আরেক যুবকের সাথে পরকীয়া চলছিল। একসময় প্রেমিকের সঙ্গে মিলে সে তার স্বামীর উপর ষড়যন্ত্র করে। নিজের আপত্তিকর অবস্থায় ভিডিওটি রেকর্ড করে তার স্বামীকে ব্ল্যাকমেল করতে থাকে অপরিচিত হিসাবে।

প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে ব্ল্যাকমেল করতে থাকেন ওই নারী। গৃহবধূ নিজের অশ্লীল ভিডিও রেকর্ড করে সেটা ব্যবহার করে স্বামীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ওই নারী আপত্তিকর অবস্থায় তার ভিডিও রেকর্ড করে তার স্বামীর কাছে পাঠিয়ে দেন। স্ত্রী স্বামীকে জানান, তিনি সাইবার ক্রাইমে ধরা পড়েছেন এবং ভিডিও কলের সময় তার অশ্লীল ভিডিও তৈরি করা হয়। ওই বধূ স্বামীকে অনুনয় করে তার সম্মান রক্ষা করতে। স্বামীকে বলেন, দেড় লাখ টাকা দিলে ওরা ভিডিও ডিলিট করে দেবে। স্বামী দেড় লাখ টাকা জোগাড় করে এনে স্ত্রীর হাতে তুলে দেন।

কয়েকদিন পর ওই মহিলা প্রেমিকের নির্দেশে আবারও স্বামীর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। কিন্তু স্বামী দিতে আপত্তি জানালে স্ত্রী রেগে বলে দেন, এটা তারই ষড়যন্ত্র। সে আর তার প্রেমিক মিলেই এমনটা করেছে। এই কথা শুনেই স্বামী বিচলিত হয়ে পড়ে। এখন বিচারের আর্জি নিয়ে ওই ব্যাক্তি আইনের দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে হাভেলি খড়গপুরের এক ব্যক্তি ২০১৯ সালে জামালপুরের এক তরুণীকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই ওই তরুণী পরকীয়ায় মেতে যায়। ওই তরুণীর স্বামী পাটিয়ালায় রাজমিস্ত্রির কাজ করে। তাদের দুজনের আড়াই বছরের একটি ছেলেও রয়েছে। নির্যাতিত ব্যাক্তি থানায় অভিযোগ দিয়ে বিচার দাবি করেছেন।

Related posts

অ্যাম্বুলেন্স চাইছে মোটা টাকা! সন্তানের শব কাঁধে বাইকে দিশেহারা দরিদ্র পিতা! ভাইরাল ভিডিও

News Desk

আমি দুঃখিত নই, তবে… মারা যাওয়ার আগে বাবা মায়ের জন্য বার্তা কোরিয়ান অভিনেত্রীর

News Desk

অরুণাচল প্রদেশের পাহাড়ে মিলল নতুন প্রজাতির ব্যাঙ! আবিষ্কার করলেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

News Desk