মিরাটের লিসাডিগেট এলাকার রশিদনগরের বাসিন্দা এক মহিলা তার ভাসুরের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। মহিলার চিৎকারে প্রতিবেশীরা আসতে দেখে হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গেছে। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার খোঁজ নেয়। নির্যাতিতা মহিলা পিলোখাদি পোস্টে পৌঁছে ভাসুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, রশিদনগরের বাসিন্দা ওই নারী (৩৫) জানান, স্বামী অবৈধভাবে গরু জবাই করেন। তার স্বামী কয়েকদিন আগে এক নারীকে নিয়ে পালিয়ে যায়। দুই সন্তানকে নিয়ে একাই থাকেন তিনি। হঠাৎই মঙ্গলবার রাত আটটার দিকে ভাসুর বাড়িতে পৌঁছে তাকে গালিগালাজ করতে করতে মারধর করে। ভাসুর ধর্ষণের চেষ্টাও করেন বলে অভিযোগ।
ওই মহিলা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এরপর ওই মহিলার চিৎকার ও আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসতে শুরু করলেও ভিড় বাড়তে দেখে অভিযুক্ত হুমকি দিয়ে পালিয়ে যায়।
অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নির্যাতিতা মহিলা। অন্যদিকে, লিসাডিগেট থানার ইনচার্জ কুলদীপ সিং বলেছেন, মারধরের একটি মামলা রয়েছে। ফাঁড়ির ইনচার্জকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।