Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রতিবেশী মহিলার সঙ্গে রাত যাপন স্বামীর!বাপের বাড়ি এসে ছেলেমেয়েকে সমেত গায়ে আগুন স্ত্রীর

এক প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন স্বামী। এ নিয়ে সংসারে অশান্তিও হয়। কিন্তু তার পরেও শোধরাননি স্বামী। দুই সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে এসে জানতে পারেন, ওই প্রতিবেশী মহিলার সঙ্গেই স্বামী রাত কাটাচ্ছেন। এই খবর পেয়েই ছেলেমেয়েদের সঙ্গে নিয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। শনিবার এমনই এক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানা এলাকার ভুবনেশ্বরী পয়লাঘেরি গ্রামে৷ মৃত তিন জনের নাম বুল্টি মণ্ডল(২৫), মণিকা মণ্ডল (৯) এবং মানস মণ্ডল(৫)৷

১১ বছর আগে সাহেবঘাট এসলাকার বাসিন্দা দীপকের সঙ্গে বুল্টির বিয়ে হয়। দীপক পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে সম্প্রতি ব্যাঙ্গালুরু গিয়েছিলেন তিনি। গত বুধবারই বাড়ি ফিরেছেন। তার পরেই এই ঘটনা ঘটল। বুল্টির পরিবারের দাবি, গত ২-৩ বছর ধরে এক প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে রয়েছেন দীপক। সংসারেও একাধিক বার অশান্তি হয়েছে। তাও শোনেননি দীপক। উল্টে অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় দীপক বুল্টিকে মারধর পর্যন্ত করত বলে অভিযোগ৷

এই নিয়ে শুক্রবারও দীপকের সঙ্গে বুল্টির গন্ডগোল হয়৷ বুল্টির বাপের বাড়ির লোকজন দীপকের বাড়িতে গিয়ে যাতে তারা মিলেমিশে সংসার করতে পারে সেই পরামর্শও দিয়ে আসেন৷ কিন্তু তার পরেও শনিবার সকালে আবার ছেলেমেয়েদের সঙ্গে করে বাপের বাড়ি চলে আসে বুল্টি। এর পর বাবাকে পুকুরে মাছ ধরতে পাঠিয়ে ঘরের দরজা বন্ধ করে ছেলেমেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে লেপ জড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। তার পর নিজেও ওই আগুনেই আত্মঘাতী হন। বুল্টির বাবা মহাদেব হালদার এর নজরে আসে যে ঘরের মধ্যে থেকে কালো ধোঁয়ার কুন্ডুলি বেরোচ্ছে৷ সঙ্গে সঙ্গে তিনি ঘরের মধ্যে গিয়ে দেখেন সেখানে মেয়ে ও নাতি-নাতনিদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ এরপর তাদেরকে উদ্ধার করতে আসেন প্রতিবেশীরা৷কিন্তু ততক্ষণে তিনজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়৷

ঘটনার খবর পেয়ে মৈপীঠ উপকূল থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ এদিকে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে মৃত বুল্টি মণ্ডলের স্বামী দীপক মণ্ডল৷ তাকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে মৈপীঠ উপকূল থানার পুলিশ৷

Related posts

মহামারীতে সবচেয়ে বেশী প্রয়োজনীয় হাতের সুরক্ষা! জানুন সঠিক হ্যান্ডওয়াশ বাছাই করবেন কী ভাবে?

News Desk

মিলনের সময় এই ৪ ধরনের সেক্স পজিশন দেবে চরম তৃপ্তি! জানলে চমকে যাবেন

News Desk

ভারতের এই মন্দিরে ধুমধাম করে পূজিত হয় কুকুর। এমন কুকুর পুজোর রীতির কারন জানলে অবাক হবেন!

News Desk