Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্ত্রীর আধার কার্ড ব্যাবহার করে বান্ধবীকে নিয়ে হোটেলে! নিজের ভুলেই হাতেনাতে ধরা পড়ল ব্যবসায়ী

স্ত্রীর আইডি ব্যাবহার করে বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন কিছু ঘনিষ্ঠ অন্তরঙ্গ সময় কাটাতে। এদিকে স্ত্রীকে জানিয়েছিলেন তিনি ব্যবসার কাজে যাচ্ছেন বেঙ্গালুরু (Bengaluru)। স্ত্রীকে ভুল বলে ব্যবসায়ী ওই ব্যাক্তি পৌঁছে গিয়েছিলেন পুণে। সেখানে নিজের বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন এক হোটেলে। কিন্তু স্ত্রীকে লুকিয়ে বান্ধবীর সাথে প্রেম করতে হোটেলে গিয়ে শেষ রক্ষা হল না। কেননা গাড়ির জিপিএস ট্র্যাক করে স্ত্রী জেনে গেলেন তাঁর স্বামীর সত্যটা। বুঝতে পারলেন বেঙ্গালুরুতে নয়, পুণের একটি হোটেলে গিয়েছে তাঁর স্বামীর গাড়ি। আর রক্ষা হলো না। স্ত্রী এক্কেবারে হাতে নাতে ধরলেন গুজরাটের ওই ব্যবসায়ী কে (Viral News)।

৪১ বছর বয়সী ওই ব্যাক্তি পেশায় ব্যবসায়ী। ব্যবসার নাম করে ভারতের নানা শহরে যাতায়াত করেন তিনি। তাঁর স্ত্রী একটি বহুজাতিক সংস্থার ডিরেক্টর পদে কর্মরত। বিবাহ বহির্ভূত সম্পর্ক এর জন্য ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে তার স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বামীর এসইউভি গাড়ি তার স্ত্রী জিপিএস-এর মাধ্যমে ট্র্যাক করেছিলেন। স্বামীর কথামত তার বেঙ্গালুরু থাকার কথা কিন্তু তার স্ত্রী জানতে পারেন স্বামীর গাড়ি রয়েছে পুণের একটি হোটেলের সামনে। খবরটি নিশ্চিত  (Viral News) করতে স্ত্রী ফোন করেন সেই হোটেলে।

হোটেলের রিসেপশন থেকে যা জানানো হয়, তা শুনে স্ত্রীর চক্ষু চড়কগাছ। তিনি শোনেন যে তার স্বামীর নামের একজন নাকি তার স্ত্রীয়ের সঙ্গে হোটেলে এসে উঠেছেন। তার পরেই সিসিটিভি ফুটেজ ভালো করে খুঁটিয়ে দেখে জানা যায় অন্য এক মহিলার সঙ্গে ওই হোটেলে রুম নিয়েছেন ওই ব্যবসায়ী। আর ওই মহিলার পরিচয় দিতে ব্যবহার করেছেন নিজেরই স্ত্রীয়ের আধার কার্ড। তার পরেই ভারতীয় দণ্ডবিধির সেকশন ৪১৯ ধারায় মামলা দায়ের করে পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে ওই ব্যবসায়ী ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে।

Related posts

নতুন ক্যাপ্টেন রোহিত! অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি, জানিয়ে দিল BCCI

News Desk

স্বামী বেকার, দুধের খরচ নিয়ে শাশুড়ির খোঁটা! ১৫ দিনের যমজ সন্তানকে মেরেই ফেললো মা!

News Desk

প্রেমে পড়েছিলেন, তবুও বিয়ে কেন হল না! জানেন সফল ব্যাবসায়ী রতন টাটার জীবনের এই কাহিনীটি

News Desk