Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্ত্রী নিজেই বিয়ে দিলেন স্বামী এবং তার প্রেমিকার, বসবাস একসাথেই করছেন

তিরুপতি: প্রথম আলাপ হয় সোশ্যাল মিডিয়ার এক এপ্লিকেশন এ। তারপর সেই আলাপ থেকেই তাদের বন্ধুত্ব। বাড়ে ঘনিষ্টতা তার পর প্রেম। তারপর দুজনেই বিয়ে করেছিলেন। আর এই সুখের সংসারেই একদিন কালোমেঘের ছায়া এলো। কারণ তার সোশ্যাল মিডিয়ায় স্টার স্বামীর ব্যবহার একটু বদলে যাচ্ছিললক্ষ্য। সে সময় তিনি জানতে পারেন তার স্বামী একজন যুবতীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তারমধ্যেই স্বামীর ওই প্রেমিকা তার বাড়িতে চলে আসেন। ওই প্রেমিকা মহিলার স্বামীকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেন। তারপর স্ত্রী নিজেই তার স্বামীকে প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি হন। তারপর থেকে তিনজন একই ছাদের তলায় থাকছেন। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের তিরুপতিতে।

জানা গিয়েছে, কল্যাণ নামের ওই যুবক তিরুপতির দাক্কিলির অম্বেদকর নগরের বাসিন্দা। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ভিডিয়ো নির্ভর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাঁর ভক্ত তালিকা প্রচুর, ইউটিউব এবং শেয়ারচ্যাটে। বছর কয়েক আগে কাডাপার বাসিন্দা বিমলার আলাপ হয় কল্যাণের সঙ্গেই। তার পর তারা একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিয়োও এক সঙ্গে বানিয়েছেন তাঁরা। সেই ভিডিয়ো জনপ্রিয়ও হয়েছে।

যদিও সম্প্রতি নিত্যশ্রী নামের বিশাখাপত্তনমের বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কল্যাণের। বিশাখাপত্তনম থেকে নিত্যশ্রী কল্যাণের বাড়ি চলে আসে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় নিত্যশ্রীও। অম্বেদকর নগরে এসে নিত্যশ্রী তখন এসে জানতে পারে যে কল্যাণ বিবাহিত। তখন কল্যাণের স্ত্রী বিমলাকে তিনি অনুরোধ করেন, কল্যাণকে বিয়ে করার অনুমতি দিতে। তাঁরা নিত্যশ্রীকে বিয়ে করে এক সঙ্গেই থাকবেন তিন জন বলে ঠিক করেন।

সেই মতো সম্প্রতি কল্যাণের সঙ্গে তাঁর প্রেমিকা নিত্যশ্রীর মন্দিরে গিয়ে বিয়ে দেন বিমলা। ছবিও তুলেছেন তিন জন এক সঙ্গে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একই বাড়িতে থাকছেন কল্যাণ দুই স্ত্রী বিমলা এবং নিত্যশ্রীকে নিয়ে।

Related posts

‘বদলি চাইলে বউকে পাঠান’,JE’র হেনস্থা সইতে না পেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন লাইন্সম্যান

News Desk

অন্ধ্রের উমা মহেশ্বর মন্দিরে আকারে বেড়ে উঠছে মূর্তি, রহস্যের কিনারা হয়নি আজও

News Desk

ওমিক্রনের উপপ্রজাতি ওমিক্রনের থেকেও ভয়াবহ? সতর্কবার্তা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

News Desk