Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাস্তার মাঝখানে দাগ কেটে দেওয়া হয় কেন?

সড়ক পথে ভ্রমণে গেলে রাস্তার মাঝে হলুদ বা সাদা দাগ তো সবারই নজরে আসে। রাস্তায় যাতায়াতের পথে সবাই দেখেছেন পিচ কালো রাস্তার বুক চিরে কখনও বা সাদা দাগ আর কখনও বা হলুদ দাগ দেয়া আছে। আপনি হয়ত নিশ্চয় খেয়াল করেছেন রাস্তার এই দাগ কখনও সাদা আবার কখনও হলুদ, কখনও একটানা আবার কখনও মাঝখান থেকে কাটা কাটা।

কিন্তু কখনো ভেবেছেন কি , কেনো কাটা হয় এই দাগ? আসল কি অর্থ এই দাগের? এমন দাগ দিয়ে রাস্তার যাত্রীদের কি বুঝাতে চায়? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। সকলে সে কারণ সম্পর্কে না জানলেও যদি কেউ নিজে গাড়ি চালিয়ে যায় তাকে অবশ্যই এ সম্পর্কে জানতে হয়।

why there is a line draw between road

রাস্তায় যেমন চলতে হয় তেমনই সবাইকেই রাস্তা পারও হতে হয়। কেউ নিয়ম মেনে রাস্তা পার হন, আবার কেউ কেউ কোনো নিয়ম মানেন না। আর যদি ব্যস্ত রাস্তা পার হতে হয় তাহলে অবশ্যই জেব্রা ক্রসিং ধরে পার হতে হয়। এই নিয়ম সকলেই কমবেশি জনে। কিন্তু রাস্তায় টানা হলুদ বা সাদা লাইন কেন দেওয়া হয় তা নাও জানা থাকতে পারে?

ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেকেরই হয়তো বিষয়টি জানা আছে। তবে গাড়ি যদি নাও চালাতে জানেন তাহলে এই ব্যাপারে জানতে পারেন যে কেউই। এতে নিজের নিরাপত্তাও সুরক্ষিত হবে। কারণ যেই হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে, তাতে করে ড্রাইভিং নিয়ম সম্পর্কে সকলকে গাতব্য থাকা উচিৎ।

এই দাগের মূল উদ্দেশ্য আপনি রাস্তার কোন অংশে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন, আর কোথায় আপনি ওভারটেক করতে পারবেন না, তা এই দাগের মাধ্যমেই বোঝানো হয়। যদি কাটা কাটা সাদা লাইন দেখতে পান তাহলে ওই রাস্তায় আপনি লেন বদলাতে পারেন। কিন্তু তা অতি সাবধানে, সতর্কতার সঙ্গে করতে হবে।

আর রাস্তায় টানা হলুদ দাগ থাকলে আপনাকে ওই রাস্তায় ওভারটেক করার অনুমতি দেওয়া আছে। কিন্তু হলুদ লাইনটি ক্রস করে বার হতে পারবেন না। আর যদি পর পর দুটো হলুদ লাইন পাশাপাশি সমান্তরাল ভাবে যায় তাহলে আপনি কোনোভাবেই লাইনের সীমানার বাইরে বের হতে পারবেন না।

Related posts

১১ হাজার টাকা থেকে আয় করলেন ২০ লাখ! কি ভাবে? এই ব্যাক্তির কাহিনী শুনলে অবাক হবেন

News Desk

স্ত্রীর নাকে এল চামড়া পোড়ার গন্ধ! পাশের ঘরে বৃদ্ধ স্বামীর গায়ে তখন আগুন দিয়েছে দুই ছেলে

News Desk

বিয়ের পণ হিসাবে আজব দাবী করে বসলেন বর! শুনে চক্ষু চড়কগাছ পাত্রীর বাড়ির লোকের!

News Desk