Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সেক্স করার সময় কোন কোন কথা পাগল করে তোলে? সমীক্ষা কী বলছে

যৌন মিলন করার সময় সঙ্গীর কোন কোন কথা আরো উত্তেজিত করে তোলে? বহু জনের অভিজ্ঞতা অনুযায়ী, সঙ্গমের চরম মুহূর্তে সঙ্গী কিংবা সঙ্গিনীর মুখ থেকে শোনা কিছু কিছু শব্দ মিলনে মজাকে দ্বিগুণ করে তোলে। সম্প্রতি এই বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই উঠে এসেছে এই ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য।

২০১৮ সালে Saucy Dates নামক এক সংস্থা প্রায় পাঁচ হাজার মানুষের উপরে সমীক্ষা চালিয়েছিল এই বিষয়ে। সেখানেই তারা জানায়, সেক্সের সময়ে ঠিক কোন কোন শব্দ শুনতে ভালোবাসেন বেশীরভাগ পুরুষ ও নারীরা।

প্রায় ৯০ শতাংশ পুরুষ এই সমীক্ষায় জানিয়েছেন, তাঁরা সঙ্গমের সময় তাঁদের সঙ্গিনীর মুখ থেকে শীৎকার জনিত গোঙানির (moaning) শব্দ শুনলে আরও উত্তেজিত হয়ে ওঠেন।

অন্যদিকে, প্রায় ৭৭.৬ শতাংশ মহিলাও একই ধরনের দাবী করেছেন। তাঁরাও জানিয়েছেন, সেক্সের সময়ে পুরুষ সঙ্গীর গোঙানির শব্দ তাঁদের যৌন উত্তেজনা আরও বাড়ায়।

এছাড়া এই সমীক্ষায় প্রায় ৭৬.৮ শতাংশ পুরুষ এবং ৭৩.৫ শতাংশ মহিলা এও দাবি করেছেন, যৌন সঙ্গমের সময়ে খুনসুটি বা দুষ্টু কোনো শব্দ তাঁদের উত্তেজনা আরো বেশি পরিমাণ বাড়িয়ে তোলে।

তবে সেক্স করার সময়ে অনেকেই ঠিক ভাবে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না। তবে যারা বলতে পারেন, নিঃসন্দেহে তাঁরা পার্টনারকে অনেকাই বেশী তৃপ্তি দিতে পারেন।

শুধু মুখের কথা বা শীৎকার গোঙানির শব্দই নয়, জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখলেও যৌন উত্তেজনা বেড়ে যায়। সমীক্ষায় অংশগ্রহণ করা পুরুষ এবং মহিলা জানিয়েছেন, এতে উত্তেজনাও আরও বাড়ে।

সমীক্ষা অনুযায়ী, ৬০.১ শতাংশ পুরুষ এবং ৪৫.৯ শতাংশ মহিলা জানিয়েছেন, যৌন উত্তেজক বর্ধক কোনো গোপন অঙ্গে স্পর্শ যৌন সুখকে আরও বৃদ্ধি করে।

যৌন মিলনের সময়ে যদি পার্টনার জোরে জোরে আওয়াজ করেন, তাহলেও উত্তজেনা বেড়ে যায়, এমনটাই জানিয়েছেন অনেক নারী ও পুরুষেরা।

Related posts

অজান্তেই ভেজাল মেশানো চা পাতার তৈরী চা পান করছেন না তো! এই পদ্ধতিতে সহজে যাচাই করে নিন

News Desk

রাতে নাতনি কে প্রেমিকের সঙ্গে চরম আপত্তিকর অবস্থায় খুজেঁ পেল ঠাকুমা! ফল হল ভয়ঙ্কর

News Desk

দৌড়তে দৌড়তে ফিনিশিং লাইনের কাছে পৌঁছে আচমকাই পরে গেলেন যুবক! ঘটে গেল মর্মান্তিক ঘটনা

News Desk