সূর্যকে জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাজা বলে বর্ণনা করা আছে। আমাদের জনজীবনে পিতা, রাজ্য, রাজসিক সেবা, মান সম্মান, বৈভবের সঙ্গে একাত্ম করে দেখা হয় সূর্যকে। এর পাশাপাশি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মানব শরীরের নানা অঙ্গে এবং তন্ত্রে গ্রহ-নক্ষত্রের প্রভাব থাকে। সূর্যের সাথে রয়েছে শরীরের পাচন তন্ত্র, চোখ ও হাড় এর সম্পর্ক।
কারো ভাগ্যে যদি সূর্যের ভালো প্রভাব থাকে তাহলে তার সদা সৌভাগ্য বিরাজ করে। সূর্য সর্বদাই সাতটি ঘোড়ার রথে চড়ে বিশ্বব্রহ্মাণ্ড কে প্রদক্ষিণ করছে। বলা হয় যদি সূর্যের রথ থেমে যায় তাহলে থেমে যাবে জনজীবন। এই ভাবেই সূর্য সকলের জীবনে ক্রমাগত প্রভাব বিস্তার করে। সমস্ত জীবন আর শক্তির উৎস সূর্য। তাই যদি কারো জীবনে সূর্যের ভাল প্রভাব থাকে তাহলে সৌভাগ্য সদা সর্বদা বজায় থাকে। সূর্যের আশির্বাদ সব সময় যাতে আপনার উপর বজায় থাকে তার জন্য কিছু বিষয় মেনে চলতে বলছে জ্যোতিষ শাস্ত্র। কি সেই জ্যোতিষ টিপস যা মেনে চললে আপনার জীবনেও থাকবে সূর্যের আশীর্বাদ, সেগুলি জেনে নিন বিস্তারিত। সূর্য যেমন প্রতিদিন ওঠে তেমনি সূর্যের আশীর্বাদ পেতে কতগুলি নিয়ম অবশ্যই প্রতিদিন মেনে চলতে হবে। তাহলে দেখবেন সৌভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে।
সূর্যের সুনজরে পড়তে প্রতিদিন ভোরবেলা অবশ্যই করণীয় সূর্য প্রণাম। সূর্য প্রণামের সময় কোনো লাল রঙের ফুল যেমন জবাফুল সূর্যকে অর্পণ করুন। তার সঙ্গে পেড়া এবং জল অর্পণ করুন। লাল রাঙা গরুকে প্রতি রবিবার গম খাওয়ান। তবে গম এমনি হেলাফেলায় মাটিতে দেবেন না গরুকে, কোনো পাত্রে করে দিন।
তামা সূর্যের প্রিয় ধাতু। তাই প্রতিদিন তামার পাত্রে জল খান। রাতে তামার পাত্রে জল ভরে রাখুন। সকালে উঠে সেই তামার পাত্রে রাখা জল পান করুন। এছাড়া সূর্যের নেকনজরে পড়তে আরেকটি কাজ অত্যন্ত ফল দায়ক হয়। সেটা হল স্নানের সময় সেই জলে লাল চন্দন বাটা অল্প মিশিয়ে স্নান করা।
ভাগ্যে সূর্যের আশির্বাদ পেলে সৌভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে। ভাগ্য দ্রুত বদলাবে। আর সুসময় বজায় থাকবে। তাই সূর্যের বজায় রাখতে নিয়ম করে এই কাজ গুলি করা দরকারী। এমনিতেও সূর্যের রোদ শরীরের পক্ষে ভাল। অনেক জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংসকারী। তাই রোদ লাগিয়ে সূর্য প্রণাম শরীরের জন্য ভালো। তামার পাত্রে জল খেলে স্বাস্থ্য ভাল থাকে এটা বিজ্ঞানও বলে। লাল চন্দন জলে মিশিয়ে স্নান করলে শরীরের কিটানু মরে। তাই এইসব নিয়ম মেনে চলা সবটাই স্বাস্থ্যের পক্ষে সুফল দায়ক বলে মনে করা হয়। তাই এই নিয়ম গুলি মেনে চললে একদিকে যেমন সৌভাগ্য বজায় থাকে অন্যদিকে তেমনই দেহ মনও ভাল থাকে। এমনিতেই সকালে উঠে সূর্য প্রণাম করা অত্যন্ত ভাল বলে জানান চিকিৎসকরাও।