Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

বিয়ের পর শ্বশুরবাড়ীতে ভিকি কৌশলকে কী রান্না করে খাওয়ালেন ক্যাটরিনা? দেখুন

ক্যাটরিনা কাইফ একবার এসেছিলেন “কফি উইথ করণে ” সেখানেই তিনি জানান যে তিনি এবার জমিয়ে সংসার করতে চান। সন্তান জন্ম দিয়ে মা হতে চান। তিনি আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বাঁচতে চান এসব নায়িকার জীবন থেকে নিজেকে দূরে রেখে। বলিউড থেকে কানাঘুশো শুনতে পাওয়া যায় যে ক্যাটরিনা কাইফ নাকি অভিনয়, ফটোশুট ও গ্ল্যামারের বাইরে একেবারেই সাধারণ মানুষ। ক্যাটরিনা ভিকি কৌশালের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন গত বৃহস্পতিবার। বিয়ের পর মুম্বাই ফিরছেন নব বিবাহিত এই দম্পতি। নিজেদের নতুন সংসার শুরু করছেন মুম্বাইতেই। আবার ক্যাটরিনা নিজে হাতে রান্নাও করছেন ভিকির জন্য। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই রান্নার ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) রাজস্থানে (Rajasthan) রাজকীয় কায়দায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের বিয়ের আসর (Vicky Katrina Wedding) রাজস্থানের সোয়াই মাঝোপুরের সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল। আর নতুন জীবন শুরু করেছেন তাঁরা সেখান থেকেই। মালদ্বীপে সম্প্রতি মাত্র কয়েকদিন আগেই মধুচন্দ্রিমা সেরে মুম্বইয়ে ফিরেছেন দুই তারকা। আজ বিয়ের পর নিজের হাতে আর বাকি পাঁচ গৃহিণীর মত রান্না করেছেন অভিনেত্রী প্রথমবার ভিকি কৌশলের জন্য।

কি রাধলেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ রাজস্থানে ভিকির (Vicky Kaushal) গলায় মালা দেন। ভিকি ও ক্যাটরিনার আদরে মাখা বিয়ের ছবি গোটা দুনিয়া দেখে। জন সমক্ষেও এসেছেন ক্যাটরিনা এক মাথা সিঁদুর নিয়ে। ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন তিনি ভিকির হাত ধরে। নিজেদের সম্পর্ক বিয়ের আগে এমনকি বিয়ে ঘিরে গোপনীয়তা বজায় রাখলেও অনুরাগীরা তাঁদের সম্পর্কের গভীরতা টের পাচ্ছেন বিয়ের পর তাঁদের নানা ছবি দেখে। সেই রসায়ন ইনস্টাগ্রামেই সুখের সংসারের এক ঝলকেই আরও একবার টের পাওয়া গেল। এদিন একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, একটি হালুয়ার বাটি হাতে নিয়ে রেখেছেন তিনি। বোঝাই যাচ্ছে প্রথমবার স্বামীর জন্য নিজে হাতে রান্না করেছেন তিনি বিয়ের পর। এই ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখলেন, ” বানিয়েছি নিজের হাতে।” শুধু ক্যাটরিনা কাইফই নন, এতটাই আনন্দিত ভিকি কৌশল স্ত্রীর হাতের তৈরি হালুয়া খেয়ে, তিনিও সেই ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সঙ্গে লিখেছেন, ‘সর্বকালের সেরা হালুয়া’।


বিয়ের পর চিরকাল বিদেশে বড় হওয়া মেয়েটি নিজেকে ভিকির পরিবারের রঙে রাঙিয়ে নিয়েছেন।

Related posts

জাদুর মাধ্যমে মৃতকে বাঁচিয়ে তোলার চেষ্টা! পচা গন্ধ নাকে এলো আশেপাশের লোকের, তারপর..

News Desk

দাদার সাথে হাসপাতালের ডাক্তার দেখাতে এসে ছ’তলা থেকে ঝাঁপ তরুণীর! কারনটা দুঃখজনক

News Desk

কুকুরের মূখে মৃত সদ্যোজাতর পা, দেহ নিয়ে পাড়ায় ঘুরছে বিড়াল! ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠল সকলে

News Desk