করোনার নতুন এক প্রজাতি ওমিক্রন (Omicron) এখন দুনিয়া জুড়ে সকলের আলোচ্য বিষয়। বহু বার নিজের স্পাইক প্রোটিনে পরিবর্তন ঘটিয়ে এই ওমিক্রন স্ট্রেন হয়ে উঠেছে মারত্মক সংক্রামক। এই স্ট্রেনটির হদিশ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায়। সময় যত এগোচ্ছে বিশ্বে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন। এখনও পর্যন্ত ৩০ দেশে ছড়িয়ে পড়েছে এই সংক্রমক প্রজাতি৷ ভাইরাসটি আদৌ মারণ হয়ে উঠতে পারে কি না তা অবশ্য এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক হওয়া প্রয়োজন। আগে যে উপসর্গগুলি ধরা পড়লেই করোনা সম্পর্কে সাবধান হওয়া যেত, বর্তমানে বদলে গিয়েছে লক্ষণগুলিও। কিভাবে বুঝবেন আপনি করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্ত কিনা? জেনে নিন…
একজন ৬৬ বছর বয়সি আফ্রিকার বাসিন্দা ভারতে প্রথম ওমিক্রন আক্রান্ত ছিলেন। কোনও রোগ লক্ষণ তাঁর শরীরে ছিল না। বর্তমানে করোনা নেগেটিভ রিপোর্টও চলে এসেছে তাঁর। সামান্য উপসর্গ ছিল এই ভাইরাসের কবলে পড়া ভারতের দ্বিতীয় মানুষটি। তবে তাঁর বিদেশে যাওয়ার কোনও অতীত ছিল না।
গলা ব্যথা ও দুর্বলতা ছিল দেশে ওমিক্রনে আক্রান্ত তৃতীয় রোগীর। পাশাপাশি গায়ে ব্যথাও থাকছে অনেকের। জ্বর থাকাও এক্ষেত্রে স্বাভাবিক।
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র ওমিক্রনের নানান উপসর্গ সম্পর্কে বলেন করোনা টেস্ট করান, গলা ব্যথা, গায়ে ব্যথা, দুর্বলতা, জ্বর, হাঁচি, কাশি, সর্দি- যাই থাকুক না কেন। এই পদ্ধতিতেই ওমিক্রনকেও চিনতে হবে। আর কী উপসর্গ থাকবে আলাদা করে। আর করোনা টেস্ট বাধ্যতামূলক যাঁরা বিদেশ থেকে ফিরছেন তাঁদের। আইসোলেশন রোগ ধরা পড়লে। এছাড়া সবথেকে বড় কথা সেই পুরনো করোনাবিধি মানতে হবে মানুষকেও। আগের মতোই মাস্ক পরুন, হাত ধুয়ে নিন, স্যানিটাইজার ব্যবহার করা যাবে। তবেই একমাত্র ভালো থাকা যাবে। আতঙ্কগ্রস্ত অযথা হবেন না। সাবধান থাকুন।