Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাড়ন্ত পাত্রী, গ্রামে বেড়েই চলেছে অবিবাহিত পুরুষের সংখ্যা! সমস্যা মেটাতে অভিনব কৌশল

অগন্তি পাত্রের সংখ্যা , কিন্তু পাত্রীর সংখ্যা ঠিক ততটাই কম! আর তাই জন্যই অবিবাহিত যুবকদের সংখ্যা বেড়েই চলেছে। এরকমই এক চমকপ্রদ ঘটনা মহারাষ্ট্রের একটি ছোট জেলায় পাতিদার গোষ্ঠীর লেভা পাতিল সম্প্রদায়ে ঘটেছে। এই জেলার প্রায় বেশিরভাগ যুবকই বছর ৩০ এর উর্দ্ধ এবং বিবাহিত নয়। তার পাশাপাশি উপযুক্ত পুরুষের তুলনায় নারীর সংখ্যা যথেষ্ট কম। এক অনন্য পন্থা নিয়েছেন জলগাঁও জেলার ভুসাভাল অঞ্চলের লেভা পাতিল গোষ্ঠীর মানুষ এই সমস্যার সমাধানের জন্য। গ্রাম পঞ্চায়েত থেকে অনাথাশ্রম থেকে মহিলাদের নির্বাচন করা শুরু করেছে এই জেলার অবিবাহিত যুবকদের বিয়ের জন্য। এখানেই থেমে নেই, এই মহিলাদের আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, বিয়ের পূর্বেই এই নারীদের স্বামীর নিজের বউয়ের নামে তাঁদের ৩০% থেকে ৫০% সম্পত্তি বন্ধক রাখতেও বলা হয়েছে।

দীর্ঘদিন ধরেই পাত্রীর সন্ধানে হন্যে হয়ে ঘুরতে ঘুরতে নাজেহাল ভোরগাঁও লেভা পাতিল সম্প্রদায়ের মানুষরা। বিয়ের জন্য নথিভুক্ত হয়েছে এই বছর ১৯০ জন নারীর নাম। উল্টোদিকে বিয়ের জন্য নাম নথিভুক্ত করেছেন ৬২৫ জন পুরুষ। বর-কনের সংখ্যার মধ্যে গত কয়েক বছর ধরেই বিস্তর ব্যবধান লক্ষ্য করা গিয়েছে। তবে স্থানীয়রা মনে করেন যে , অনাথ আশ্রম থেকে মহিলাদের বিয়ে করে তাঁদের অভিভাবকত্ব গ্রহণ করার এবং এই সম্প্রদায়ের পুরুষদের সঙ্গে তাঁদের বিয়ে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে তাতে এই জটিল সমস্যাটি সমাধান হয়ে যাবে। ইতিমধ্যেই এমন বিয়ের আয়োজন পাশের চালিশগাঁও গ্রামে করা হয়েছে।

যদি আইনি অনুমতি গ্রাহ্য করা , তাহলে লেভা পাতিল সম্প্রদায়ের যুবকদের অনাথাশ্রমের মহিলারা বিয়ে করতে পারবে। যদি বিবাহ-পরবর্তী দ্বন্দ্ব দেখা দেয় তাহলে বরের সম্পত্তির ৩০% থেকে ৫০% কনের জন্য স্ত্রীর সামাজিক সুরক্ষা অটুট রাখতে আগেভাগেই লিখে রাখতে হবে বলেও ঠিক করা হয়েছে।

যদি আইনি অনুমতি গ্রাহ্য করা , তাহলে লেভা পাতিল সম্প্রদায়ের যুবকদের অনাথাশ্রমের মহিলারা বিয়ে করতে পারবে। যদি বিবাহ-পরবর্তী দ্বন্দ্ব দেখা দেয় তাহলে বরের সম্পত্তির ৩০% থেকে ৫০% কনের জন্য স্ত্রীর সামাজিক সুরক্ষা অটুট রাখতে আগেভাগেই লিখে রাখতে হবে বলেও ঠিক করা হয়েছে। এই শর্ত যদি পূরণ হলে তারপরই বিয়ে হতে পারে। একটি সমীক্ষাও আয়োজিত হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, এই ধরণের বিয়ের আইনি দিকগুলি বোঝার জন্য এবং এই জাতীয় অনাথাশ্রমের তথ্য সংগ্রহের জন্য। আগামী মে মাসেই, লেভা পাতিল সম্প্রদায়ের সদস্যরা ওয়ার্ধা, ঔরঙ্গাবাদ এবং রাজস্থানের অনাথআশ্রমে যাবেন এবং প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে।

Related posts

কোনওভাবে ছিটকে পড়ে কোলের শিশু, কালবৈশাখী ঝড়ে মর্মান্তিক পরিণতি মহিলার

News Desk

বিষাক্ত সাপে ছোবল মেরেছে ২০০ বারেরও বেশী! তাও মরেনি এই ব্যক্তি! কিভাবে সম্ভব

News Desk

মুড়ি মুড়কির মত অ্যান্টিবায়োটিক খান? তৈরী হচ্ছে সুপার ব্যাকটেরিয়া, সামনে এলো রিপোর্ট

News Desk