Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যে সব বিষয়ে সতর্ক থাকা আবশ্যক।

প্রথম ডোজের করোনা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। বাকি আছে দ্বিতীয় ডোজ? তাহলে পড়ে নিন স্বাস্থ্যমন্ত্রক কোন কোন বিষয়গুলির দিকে সতর্কতা রাখতে বলেছে। 

ভ্যাকসিনের-দ্বিতীয়-ডোজ-যে-সব-বিষয়ে-সতর্ক-থাকা-আবশ্যক

বিশেষত ৪টি বিষয়ে সতর্কতা বজায় রাখতে বলছে স্বাস্থ্য মন্ত্রক। ক) কোন ভ্যাকসিনটি নিতে চলেছেন, খ) কত দিনের মধ্যে দ্বিতীয় ভ্যাকসিন নিচ্ছেন, গ) ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকেট, ঘ) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের তারিখ।

মনে রাখবেন প্রথম কোভিড ডোজ কোন ভ্যাকসিনের নিয়েছিলেন, কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন। দ্বিতীয় ডোজে যেনো অন্যথা না হয়। ভ্যাকসিনের প্রথম ডোজ যেটি নিয়েছিলেন তারই দ্বিতীয় ডোজ নিচ্ছেন কিনা সে দিকে খেয়াল রাখতে হবে। 

কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন যেটাই নেন না কেনো আপনি, সেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কত দিন পর নেওয়া উচিত সে বিষয়ে খোঁজ রাখতে হবে। নিজেকে সাবধান থাকতে হবে। সেই মতো যেতে হবে ভ্যাকসিন কেন্দ্রে। মাথায় রাখবেন কোভিশিল্ড ৮ সপ্তাহের পরে নেওয়া দরকার। পূর্বে নির্ধারিত ২৮ দিনের সময় সীমা বাড়িয়ে বর্তমানে তা ৬-৮ সপ্তাহ করা হয়েছে। কিন্তু কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হবে প্রথম ডোজের ২৮ দিনের মাথাতেই। 

ভ্যাকসিনের পর প্রাপ্ত সার্টিফিকেটে আপনার তথ্য ঠিক আছে কিনা, সে বিষয়ে নজর রাখতে হবে। বিশেষত প্রথম ডোজ নেওয়ার পর। যে প্যাকেট থেকে ভ্যাকসিন নিয়ে আপানার শরীরে ইনজেক্ট করা হচ্ছে তার এক্সপায়ারী ডেট দেখে নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে পর্যালোচনার পর জানিয়েছিলেন, যে ভ্যাকসিন আগে পৌঁছেছে, বা যার বৈধতার সময় আগে সেই সমস্ত ভ্যাকসিন আগে ব্যাবহার করতে। এতে ভ্যাকসিন অপচয় হবে না।

Related posts

৪০ -এর শিক্ষক ও ১৭ বছরের ছাত্রীকে জঙ্গলে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়! ঘনাচ্ছে রহস্য

News Desk

বাড়ির সামনে চিঠির স্তূপ দেখে হতবাক মহিলা! একদিনে তার নামে এল ৪৪০টি চিঠি! জানুন কেন

News Desk

কাবুল বিমানবন্দরের বাইরেই লাইন দিয়ে বিয়ে দেওয়া হচ্ছে আফগান মেয়েদের, সিএনএন রিপোর্টে চাঞ্চল্য

News Desk