Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘জোর করে গায়ের কাপড় টেনে খুলেছিল প্রযোজক’! নিজের অভিজ্ঞতার কথা জানালেন উর্ফী

উরফি জাভেদ তার চমকপ্রদ ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে মিডিয়া এবং সামাজিক মাধ্যমে সব সময় চর্চায় থাকেন। নানা ধরনের পোশাক আশাক পরে মাঝে মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয় ঊরফি। পেজ ৩ ক্যামেরামানরা তো মুখিয়ে থাকে ঊর্ফি জাভেদ কে বিভিন্ন ভাবে লেন্স বন্দী করতে। বোল্ড, সাহসী এবং নতুনত্ব পোশাকে কিভাবে নিজেকে শিরোনামে রাখতে হয় তা ভালোমতই জানেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগী।

একটানা প্রায় সুদীর্ঘ পাঁচ বছর ধরে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে উড়ফি জাভেদ কে। বিভিন্ন রকম ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়েও চলতে হয়েছে জীবনে। নিজের পেশা জীবনের বেশ অনেকটা অংশ জুড়ে এই অন্ধকারময় দিন গুলি ছিল, আর এক সাক্ষাৎকারে সেই দিনগুলির কথাই তুলে ধরেছেন তিনি। নিজের স্ট্রাগল নিয়ে বেশ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, ‘একবার তাকে সমকামী দৃশ্যে অভিনয় করতে একজন প্রযোজক বাধ্য করেছিল। রীতিমতো না করেছিলেন তিনি কিন্তু প্রযোজক উরফির কথা মোটেই শোনেন নি’।

উরফি জানান, ‘ওরা আমাকে একটা লেসবিয়ান দৃশ্যে অভিনয় করতে বাধ্য করেছিল। বিছানায় শুয়ে আমি কাঁদছিলাম এবং এটা আমার দ্বারা হবে না এটাও বলেছিলাম। যেতে দাও আমাকে। কোনও কথাই প্রযোজক শোনেননি আমার’। উরফি আরও বলে, ‘আমায় হুমকি দিয়েছিল প্রযোজক যে তুমি চুক্তিপত্রে সই করেছো, তোমাকে জেলে পাঠাব। তারপরই কাছে এসে আমার কাপড় টেনে খুলে দেয় প্রযোজক। কাঁদতে কাঁদতে আমি বারণ করলেও সে কথা শোনেনি’। আমায় অর্ধনগ্ন করে দেন উনি। শুধু অন্তর্বাস পড়েছিলাম আমি। আর নিজের ব্রাও খুলে ফেলতে হয়েছিল অন্য মেয়েটিকে বলে জানান উরফি। এখানেই শেষ নয়, উরফি আরও জানান, প্রযোজক এক অভিনেতাকে শো-এর অপর এক দৃশ্যে নির্দেশ দেয় উরফির শাড়ি উপরের দিকে তুলতে, যাতে ওর ক্যামেরায় অন্তর্বাস দেখা যায়।

লখনৌতে জন্ম এবং বেড়ে ওঠা উড়ফির। গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে। তারপর অভিনয় করেছেন হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে। উরফি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। তিনি ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন।

Related posts

২৯ নভেম্বর: জি আর ডি টাটার মৃত্যু এবং উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

সঙ্গম না করেই প্রেগন্যান্ট তরুণী! কিভাবে? জানলে অবাক হবেন

News Desk

আবারও কিছুটা কমলো করোনার অ্যাকটিভ কেস, সুস্থতার পথে দেশ

News Desk