শুনলে যে কেউ অবাক হবেন, এক মহিলার নাকি দুজন স্বামী! এই তিনজন একই ঘরে বসবাসও করেন! কিন্তু এই মহিলার সাজানো সংসার আইনি কারণ ও সামাজিক বাধ্যবাধকতার কারণে শেষ হতে চলেছে! ঢাকার সাভারের ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে দু’জনকে গোপনে বিয়ে করে নিভানা (নাম পরিবর্তিত) নামক এক তরুণী। এমনকী, একে অপরের বিষয়ে ওই দুই যুবক জানেন। ১৯ বছর তরুণীর বয়স। কিন্তু, দুই যুবকের সঙ্গে একই ঘরে ওই যুবতীকে বসবাস করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।
ওই যুগলের উপর তাঁরা কিছুদিন ধরেই নজর রাখছিল। এলাকাবাসী ওই দুই স্বামীসহ তরুণীকে একটি কক্ষে আটক করে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা। আসল সত্য সামনে আসে সেই সময়। ওই দুই তরুণ জানান, ওই তরুণী তাঁদের বিয়ে করেছে। এরপরে এলাকাবাসী কার্যত ক্ষোভে ফেটে পড়েন। এলাকাবাসী যুবকদের গণপিটুনি দেন। কিন্তু রেজাউল করিম রাজা নামক তরুণীর এক স্বামী সেই সময় কৌশলে সেখান থেকে পালিয়ে যান। এদিকে এলাকার বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ওই তরুণী ও তার অপর স্বামী রনি মিয়াকে পুলিশ এসে গ্রেফতার করে।
এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনার পর। বাংলাদেশের সংবাদমাধ্যম আরটিভি নিউজকে স্থানীয় এক ব্যক্তি রাসেন মিয়া বলেন, এক কক্ষে ওই তরুণীর সঙ্গে হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসী। এরপর দুই যুবকই দাবি করেন তাঁদের বিবাহিতা স্ত্রী নিভানা। এরপরেই পুলিশে খবর দেন তারা। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ আার টিভি নিউজকে জানিয়েছেন, পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা। এক যুবক ও এক যুবতীকে এই ঘটনায় আটক করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে আটক করে। বিস্তারিত তদন্ত করা হবে।
এলাকাবাসীর কথায়, তাঁদের সন্দেহ হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। অত্যন্ত সন্দেহজনক ছিল ওই দুই যুবক ও যুবতীর হাবভাব। কোনও সদোত্তর পাওয়া যাচ্ছিল না একআধবার তাদের জিজ্ঞাসা করেও। তাই বাড়ি ঘেরাও করেছিল তারা হাতে নাতে ধরা জন্যই। এই ঘটনায় অত্যন্ত অবাক তাঁরা, এলাকার এক বাসিন্দা দাবি করেন। তাঁর কথায়, কীভাবে তিনজনে এক ছাদের তলায় বসবাস করছিল দুই যুবকের সম্মতিতে! অত্যন্ত অবার করার মত বিষয়টি।