Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোথায় বালির দুই গৃহবধূ রিয়া ও অনন্যা? খোঁজ পাচ্ছেন না মুর্শিদাবাদের দুই প্রেমিক রাজমিস্ত্রি

জেল থেকে বেরিয়েছেন দুজনে। কিন্তু মিলছে না অনন্যা এবং রিয়ার খোঁজ। কোনো ভাবেই তাদের অর্থাৎ বালির নিশ্চিন্দার কর্মকার বাড়ির দুই বধূর সাথে যোগাযোগ করে উঠতে পারছেন না। তাঁদের সঙ্গে কোনওভাবে যদি কথা বলা যায় একরকম মরিয়াই হয়ে উঠেছেন মুর্শিদাবাদের দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাস।

গত বৃহস্পতিবার হাওড়া আদালতে পৌঁছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন “হ্যাঁ, আমরা রাজমিস্ত্রি। কিন্তু তাতে কী হয়েছে? রাজমিস্ত্রি বলে কি আমাদের মন থাকতে নেই?” পাশাপাশি, রিয়া এবং অনন্যা নামের যে দুই গৃহবধূর সাথে তাঁরা পালিয়েছিলেন তারা এখন কোথায় কী অবস্থায় আছে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ওঁদের সঙ্গে দেখা করার, কথা বলার ভীষণ ইচ্ছে থাকলেও আপাতত সে উপায় আর তাঁদের কাছে নেই। কেননা অনন্যা, রিয়া এবং শেখরের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। তাই তাঁরা যোগাযোগ করতে পারছেন না রিয়া-অনন্যার সাথে! এদিকে, বৃহস্পতিবারই আদালত তাদের জামিন মঞ্জুর করলে বেরিয়ে আদালত চত্বরে দাঁড়িয়ে শেখর এবং শুভজিৎ উভয়েই বলেছিলেন, আইন মেনেই তারা তাদের প্রেমের পরিণতি চান। রিয়া-অনন্যাকে আইনত বিয়ে করে দু’জনেই সংসার করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মাস ছয় আগে বালি আনন্দনগর সাঁপুইপাড়া এলাকায় একটি একতলা বাড়ির পুনর্নির্মাণ করার কাজের সূত্রে এসেছিল দুই রাজমিস্ত্রি। প্রথম দেখাতেই তাঁদের সাথে আলাপ জমে যায় বাড়ির দুই বউয়ের। স্বাভাবিক ভাবেই দুই রাজমিস্ত্রিও তাদের সাথে বন্ধুত্ত্ব পাতান। দুই গৃহবধূকে তাঁদের পছন্দ হয়। তারপর হয় মোবাইলে কথোপকথনের। সম্পর্ক গড়ে প্রেম পর্যন্ত। ওই দুই রাজমিস্ত্রি যখন বাড়িতে সংস্কারের কাজ করতো তখনই দুপুরবেলা বাড়ির বাকিদের অনুপস্থিতিতে চলতো আলাপ চারিতা, পরে প্রেমালাপ।

এরপর ১৫ ডিসেম্বর দুপুরে শ্রীরামপুরে শীতের পোশাক কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে দুই রাজমিস্ত্রির সাথে পালিয়ে যান তারা। কর্মকার পরিবারের তরফে নিশ্চিন্দা থানায় দুই বধূ সহ এক সন্তানের নিখোঁজ সংক্রান্ত ডাইরি দায়ের করা হলে তদন্তে নেমে পুলিশ পুরো বিষয়টি খোলসা করে। জানতে পারে তারা পাড়ি দিয়েছেন মুম্বাই। তাঁদের ধরতে আসানসোল স্টেশনে ফাঁদ পাতে পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ে নাতি-সহ ২ রাজমিস্ত্রি ও ২ বউ। মুম্বাই থেকে ফেরার সময় পুলিশের হাতে তাঁরা আটক হন তাঁরা। দুই রাজমিস্ত্রী কে পুলিশ গ্রেফতার করে। দুই মহিলাকে ছেড়ে দেওয়া হলে তারা চলে যান বাপের বাড়ী।

অবশেষে জামিন মিললে দুই রাজমিস্ত্রী শেখর আর শুভজিৎ জানান রিয়া-অনন্যাকে বিয়ে করতে চান কিন্তু, আদৌ তাঁদের প্রেম পরিণতি পায় কিনা সেটাই দেখার।

Related posts

দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ , জানাচ্ছেন বিশেষজ্ঞরা

News Desk

Breaking News: প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত!

News Desk

বেশকদিনের নিম্নমুখী করোনা সংক্রমণের রেকর্ড গড়লেও চিন্তা বাড়াচ্ছে রাজধানী, বৃদ্ধি পাচ্ছে দৈনিক সংক্রমণ

News Desk