Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শবদাহ করতে গিয়ে সেই চিতাতেই জীবন্ত পুড়ে গেলেন আরো দুইজন! কিভাবে ঘটলো এমন ঘটনা?

মর্মান্তিক ঘটনা। চিতায় শব সৎকার করতে গিয়ে জ্যান্ত পুড়ে গেলেন ২ জন। এই মর্মান্তিক ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পুরো অঞ্চলে। যে শ্মশান তারা দাহ করতে গিয়েছিলেন সেখানকার ব্যবস্থা আর নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। কিভাবে ঘটলো এমন ঘটনা? জেনে নিন পুরো বিষয়টা।

মহারাষ্ট্রের নাগপুর জেলার কামপাতিতে একটি চিতায় আগুন দেওয়ার সময় সেই আগুনেই পুড়ে আরো দুইজন মারা গেছে এবং একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে। একজন আধিকারিক জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কাম্পতিতে অবস্থিত একটি শ্মশান ঘাটে। তিনি জানান, ঘটনার সময় ওই সমস্ত ব্যাক্তি এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে গিয়েছিলেন। চিতা জ্বালানোর জন্য তারা ডিজেল ব্যবহার করে। সেই সময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে সেই আগুন ধরে যায় আরো কয়েকজনের গায়ে। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুইজন। আর একজন ভয়ঙ্কর ভাবে আহত।

সুধীর ডোংরে (বয়স ৪৫ বছর) এবং দিলীপ খোবরাগড়ে (বয়স ৬০ বছর) মারা গেছেন, যখন সুধাকর খোবরাগড়ে (বয়স ৫০ বছর) হাসপাতালে জীবন ও মৃত্যুর সাথে লড়াই করছেন, এমনটাই এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, চিতা পোড়ানোর পর তিনজন তাতে ডিজেল ঢেলে দিচ্ছিলেন, ফলে আগুনের লেলিহান শিখা উঠতে থাকে এবং জ্বালানির কন্টেনারটিও আগুন ধরে নেয়। এর পরই তারা পুড়ে যায়।

অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়িত লোকেরা আগুন নিভিয়ে তিনজনকেই হাসপাতালে নিয়ে যায় যেখানে হাসপাতালে দুজন মারা যায় বলে কর্মকর্তা জানিয়েছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Related posts

অধিনায়ক হিসাবে কোহলির প্রথম ও শেষ ওয়ান ডের মধ্যে আছে অদ্ভূত মিল! জানলে অবাক হবেন আপনিও

News Desk

সারা বাড়ী খুঁজে শেষে রান্নাঘরে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ! আত্মহত্যা না খুন? ঘনিয়েছে রহস্য।

News Desk

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই আশার কথা, কমছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ

News Desk