Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

একই ছাদের তলায় দুই দম্পতি, অবাধ যৌন মেলামেশা! কোন সন্তানের পিতা কে, জানা নেই তাদের

সমাজ মাধ্যমের থেকে পরিচয় হয় দুই মহিলার। ধীরে ধীরে পরিচয় হয় একে অপরের স্বামীর সাথেও। কিছুদিন যেতে না যেতেই দুই দম্পতির বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে। বেশ কদিন পরই দুই দম্পতিই বুঝে যান যে তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই আর। অবশেষে দুই দম্পতি এক ছাদের তলায় একসাথে থাকবেন বলে সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের থেকেই ওই চারজন একই বাড়িতে একসাথে থাকতে শুরু করেন। এখানেই শেষ নয়, ওই দুই মহিলা একে অন্যের স্বামীর সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। বর্তমানে দুজনেই মা হয়েছেন। যদিও ওই চারজনের কেউই বুঝে উঠতে পারছেন না যে কোন সন্তানের বাবা কে!

এই অদ্ভুত ঘটনাটি আমেরিকার অরেগন প্রদেশের ঘটেছে। টায়া হার্টলেস ও অ্যালিসিয়া রজার্স দুই বধূ এবং তাঁদের স্বামী সিন ও টাইলার নিজেরাই সোজাসাপ্টা জানিয়েছেন এই বিষয় নিয়ে। ওই সন্তানদের মধ্যে কার বাবা কে, সে ব্যাপার নিয়ে খুব একটা ভাবেন না তারা। বছর ২৭ এর টায়া জানিয়েছেন, আসলে তাঁরা একটি বড় পরিবার, তাঁরা একই সঙ্গে সব দায়িত্ব পালন করবেন বাবা মা হিসেবেও।

ওই দুই দম্পতির মতে , প্রথম দিকে একটু সঙ্কোচ বোধ করছিলেন তারা, কিন্তু মনের কথা কেউই লুকিয়ে রাখতে পারছিলেন না। অবশেষে একই সঙ্গে থাকা শুরু করেন তাঁরা ২০২০ সালের শুরুতে। অবশ্য দুই দম্পতির এই সম্পর্ক শুরুর আগেও সন্তান ছিল। অবশ্য চারজন একসঙ্গে বসবাস শুরু করার পর আবারও তাদের মা হওয়ার ইচ্ছা হয়। এরপরই তারা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। দুই দম্পতি এও জানিয়েছেন, যে তাঁদের প্রথম দিকের দুই সন্তান তাদের নিয়ে খুব খুশি, তারা বলেন যে তাদের দুই মা বাবা!

Related posts

ক্যানসার কে রুখতে কার্যকরী হবে এই ৪টি প্রতিরোধক ওষুধ! স্বাস্থ্য মন্ত্রণালয় জানালো নাম

News Desk

পুরনো ৫০০ টাকার নোট বদলে মিলবে ৫ থেকে ১০ হাজার টাকা, জেনে নিন কী ভাবে

News Desk

সব কিছু মনে রাখার নয় ভুলে যাওয়ারও রয়েছে প্রয়োজন মস্তিষ্কের জন্যে। কেন জেনে নিন?

News Desk